আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ঘটেছে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন অ্যাফিলিয়েটেড চিলড্রেন্স হাসপাতালে।
সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানায়, পেটে ব্যথার দরুন স্থানীয় ওই বালকটিকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এক্স–রে করার পর দেখা যায়, তার মূত্রথলিতে ছোট ছোট লোহার বল জমে রয়েছে। এরপর দীর্ঘক্ষণের অপারেশনের পর ৫ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ৭০টি লোহার বল বের করা হয়।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চিকিৎসকদের কাছে বালকটি জানিয়েছে, পুরুষাঙ্গ দিয়ে লোহার বল ঢোকালে কী হয়? তা জানতেই সে ওই কাণ্ড ঘটিয়েছে।
হাসপাতালের চিকিৎসক টাও চ্যাঙ জানান, বছরে দু’তিনটি এরকম ঘটনার সম্মুখীন হতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ১০ থেকে ১৫ বছরের ছেলেরা এই ধরনের কাণ্ড ঘটায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


