জুমবাংলা ডেস্ক : পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নিতে টঙ্গীর কাঁঠালদিয়ায় অস্থায়ীভাবে রাসায়নিক গুদাম নির্মাণ করছে সরকার।
আজ শনিবার (১৪ মার্চ) এ প্রকল্পের উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
শিল্পমন্ত্রী বলেন, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সাময়িকভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর স্থায়ী সমাধানের জন্য মুন্সিগঞ্জে বিসিক কেমিক্যাল শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, এ শিল্প নগরী স্থাপন হলে স্থায়ীভাবে কেমিক্যাল ব্যবসায়ীদের স্থায়ীভাবে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে। তখন কাঁঠালদিয়ার এই অস্থায়ী গুদাম ও স্থাপনা বিএসইসি’র অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড ব্যবহার করবে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে পুরান ঢাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক মনিরুজ্জামান খান, বিএসইসি’র চেয়ারম্যান রইছ উদ্দিন প্রমুখ।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel