বিনোদন ডেস্ক: ঈদের দিন মুক্তি পেয়েছে চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার ‘দিন দ্য ডে’। মুক্তির প্রথম দিন থেকেই দাপটের সঙ্গে চলছে ১২০ কোটি বাজেটের সিনেমা। সিনেমার প্রমোশনের জন্য দেশের বিভিন্ন হল পরিদর্শন করছেন এই দুই তারকা। এরই মধ্যে সিনেমাটি নিয়ে কিছু মানুষ সমালোচনা করলেও সে সমালোচনা পাত্তা দিচ্ছেন না এই দুই তারকা। তবে ‘দিন দ্য ডে’ প্রত্যাশা পূরণ করেছে বলে জানিয়েছেন দেশের বড় বড় তারকা।
চলচ্চিত্র পরিচালক-অভিনেতা কাজী হায়ৎ বলেছেন, ‘সিনেমা যে দেখার একটি বিষয়, সুন্দর লাগলে দর্শকরা বসে দেখে। ‘দিন দ্য ডে’ সিনেমা দেখে আজ সেটার প্রমাণ পেলাম। আমি একজন দর্শক হিসেবে ২২ বছর পর হলে বসে সিনেমা দেখলাম। এই ছবিটি ১০০ কোটি কি ২০০ কোটি সেটা দেখার বিষয় না। তবে এই সিনেমায় অনেক টাকা খরচ করা হয়েছে। সে খরচটা অহেতুক মনে হয়নি। যেটাকা করচ করা হয়েছে সেটা অযৌক্তিক মনে হয়নি। আমার মনে হয়, এই ধরনের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার সুদিন ফিরবে। এটি দেখার সময় আমি একটুও বিরক্ত বোধ করিনি। সবচে অশ্চর্যের বিষয় হলো সিনেমা যখন শেষ তখন কিন্তু একটি গান ছিল। সেই গানটি ছিল দুই ভাষার গান। এটি সুন্দর একটি সিনেমা।’
ওমর সানী বলেছেন, ‘দিন দ্য ডে’ আপদমস্তক একটি বাণিজ্যিক সিনেমা দেখলাম। বিশ্বে যেসব বাণিজ্যিক ছবি চলে অনন্ত জলিল চেষ্টা করেছে। কতটুকু সফল হতে পেরেছে সেটা দর্শক বিচার করবেন। মধুমিতা সিনেমা হলের মালিক নওশাদ বললেন, ‘দিন দ্য ডে’ হাউসফুল যাচ্ছে। সেটা শুনতে ভালোই লাগছে। বাংলা সিনেমার সুদিন ফিরুক।
নির্মাতা মালেক আফসারী তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘দিন দ্য ডে’ একটি ব্যয়বহুল একটি সিনেমা। দারুণ সব দৃশ্য ছিল। যে দৃশ্যগুলো আমরা ভারতীয় বা ইংলিশ ছবিতে দেখতে পাই। বাংলাদেশের ছবিতে এই প্রথম এমন দৃশ্য এসেছে। ছবির গান-অ্যাকশন দৃশ্য ছিলে দারুণ।
চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অবশেষে দেখে এলাম অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’। আমার ব্যক্তিগত অনুভূতি থেকেই লিখছি। দেখলাম এন্টারটেইনিং একটি সিনেমা। অনেক এরেঞ্জমেন্টাল, দারুণ লোকেশনের, সুন্দর গানের একটি সিনেমা। যেকোনো পরিচালকের জন্যে গল্পের প্রয়োজনে এমন লোকেশনে কাজ করা ভাগ্যের ব্যাপার। অনেক দর্শক ছিল। এমন সিনেমাও মানুষ দেখতে চায়। অনেক ব্যয়বহুল সিনেমা। আপনারা চাইলে হলে গিয়ে দেখে আসতে পারেন। আপনারা বাংলা চলচ্চিত্র দেখলে বাংলা সিনেমার জয় হবে। মানুষকে বড় করলে আপনি ঠকবেন না। সবার জন্যে শুভ কামনা।’
মুক্তির পরদিন নিসেমা হলে গিয়ে ‘দিন দ্য ডে’ দেখেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ সময় তিনি বলেন, ‘সিনেমা হলে দর্শকরা অনেক এনজয় করেছে। প্রত্যেকটি দৃশ্যের সঙ্গে দর্শকরা প্রতিক্রিয়া দিচ্ছিল। আমি নিজেও অনেক এনজয় করেছি। এই সিনেমা নিয়ে যেটুকু আশা করেছিলাম, তার চেয়ে বেশি পেয়েছি। আসলে এটা অনেক বিগ বাজেটের ছবি। তাই বলবো, বাণিজ্যিক সিনেমা আসলে এমনই হওয়া উচিত।
নির্মাতা অনিমেষ এইচ বলেন, ‘‘যারা বলিউডের অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য ‘দিন দ্য ডে’ হতে পারে দারুণ উপভোগ্য। এমন লোকেশন আর ধুন্ধুমার অ্যাকশন এর আগে কোনো বাংলা ছবিতে দেখা যায়নি। আমি যেদিন বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমাটি দেখলাম, সেদিন ছিল উপচেপড়া ভিড়। সব ধরনের সিনেমাই হওয়া উচিত। ঈদের অন্য সিনেমা দেখিনি, কিন্তু ‘দিন দ্য ডে’ আমার ভালো লেগেছে।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।