স্পোর্টস ডেস্ক: দেশে প্রথমবারের মতো ‘এক্সওয়াইজেড’ ক্লাউড বাংলাদেশ লিমিটেডের ‘গেমপ্লিফাই কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এ কনফারেন্সে দেশ-বিদেশের বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে আয়োজিত ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট গেমপ্লিফাই সাইটে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে চূড়ান্তভাবে বিজয়ী ১২০ জনের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটির ২০২৩ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, প্রোডাক্ট ম্যানেজার ওমর ফারুক খান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান আদনান, পুরস্কার বিজয়ী এবং গামপ্লিফাই পরিচালনা পরিষদের কর্মকর্তাবৃন্দ।
ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান গেমপ্লিফাই স্পোর্টস সাইট। খেলাধুলার প্রতি মানুষের নিবিড় ভালোবাসা ও আগ্রহ তৈরি করতে গেমপ্লিফাই আপনাদের স্পোর্টসমেনশিপকে জাগিয়ে ক্রীড়াপ্রেমীদের একটি সামাজিক মাধ্যম সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে। সে কারণে গেমপ্লিফাই দেশ-বিদেশের বড় আসরের টুর্নামেন্ট নিয়ে নিয়মিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে।’
তিনি বলেন, ‘ক্রীড়াপ্রেমীদের একটি সামাজিক মাধ্যম/প্ল্যাটফর্ম হিসাবে কাজ করা আমাদের প্রধান উদ্দেশ্য। এর ফলে খেলাধুলার মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করা এবং পরিবর্তন করা যাবে বলে আমি আশাবাদী।’
তিনি আরো বলেন, ‘ব্যস্তময় জীবনে মনকে চাঙ্গা রাখতে নিজের জন্যও যৎসামান্য সময়ের প্রয়োজন। তবেই একজন মানুষ প্রশান্তিতে থাকবে। তাই একজন নিজের জন্য গেমপ্লিফাইকে সাথী করে নিতে পারেন। এটি এমনই একটি প্লাটফর্ম যেখানে সময় বিনিয়োগ করলে মূল্যবান পুরস্কারেরও আশা করা যায়।’ এসময় ‘জীবনে চাই একটা ব্রেক : আর সাথে চাই গেমপ্লিফাই’ প্রতিপাদ্যে আগামী সেপ্টেম্বরে পরবর্তী ‘গেমপ্লিফাই কনফারেন্স’ হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান।
প্রোডাক্ট ম্যানেজার ওমর ফারুক খান বলেন, ‘যখন আমরা টেকনোলজি ও গ্লোবালাইজেশনের ভয়াল থাবায় খেলাধুলার প্রতি বিমুখ হয়ে যাচ্ছি, অনেকে শারীরিক ও মানসিক ভাবে নিস্তেজ হয়ে পড়ছে। জীবনটাকে প্রতিনিয়ত স্ক্রিনের স্ক্রলিংয়ের মধ্যে সীমাবদ্ধ করে সেই সময়ে দাঁড়িয়ে টেকনোলজি কেন্দ্রিক বা টেকনোলজি দিয়ে খেলাধুলার প্রতি সবার সুপ্ত ভালোবাসাকে জাগিয়ে তুলার একটা নিবিড় প্ল্যাটফর্মের নাম গেমপ্লিফাই।’
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান আদনান বলেন, ‘গেমপ্লিফাই সৃষ্টি খেলাধুলার প্রতি নিবিড় ভালোবাসা থেকে। গেমপ্লিফাই এর উদ্দেশ্য হচ্ছে আপনাদের স্পোর্টসমেনশিপকে জাগিয়ে ক্রীড়াপ্রেমীদের একটি সামাজিক মাধ্যম সৃষ্টি করা। ক্রীড়াপ্রেমীদের একটি সামাজিক মাধ্যম/প্ল্যাটফর্ম হিসাবে কাজ করা, যেখানে খেলাধুলার মাধমে জীবনকে অনুপ্রাণিত করা এবং পরিবর্তন করা যাবে।’
অনুষ্ঠানের শেষে গেমপ্লিফাই কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী ১২০ জনকে পুরস্কার হাতে তুলে দেয় এক্সওয়াইজেট কর্তৃপক্ষ। প্রথম পুরস্কার একটি আইফোন ১৪ এক্স প্রো, ৫টি এন্ড্রোয়েড ফোন, ৫টি মাইক্রোওভেন, রিচার্জেবল ফ্যান, পাওয়ার ব্যাংক, পোর্টেবল ব্লুটুথ স্পিকার, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিসহ ১২০ পিস পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পরিবারের সদস্য, এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা ও পরিবারের সদস্য এবং অতিথিবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।