in

১২৫ সিসির নতুন দুই ‘স্মার্ট স্কুটার’ আনছে সুজুকি

 ‘স্মার্ট স্কুটার’ আনছে সুজুকি
ছবি সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ১২৫ সিসির নতুন দুই ‘স্মার্ট স্কুটার’ আনছে সুজুকি। এগুলো হলো- সুজুকি অ্যাক্সেস ১২৫ এবং বার্গম্যান স্ট্রিট ১২৫। দুই মডেলেই থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি।

কোম্পানির প্রকাশ করা টিজারে নতুন স্কুটারের ডিজাইন সম্পর্কে একাধিক নতুন তথ্য সামনে এসেছে।

স্কুটারের সামনে থাকছে এলইডি হেডলাইট ও ইন্টিগ্রেটেড ডিআরএল। থাকবে সম্পূর্ণ ডিজিটাল ড্যাশবোর্ড ও ব্লুটুথ কানেক্টিভিটি। অ্যাক্সেস ও বার্গম্যান এও একই ফিচার রয়েছে।

সামনের মতোই স্কুটারের পিছনেও স্পোর্টি লুক দেখা যাবে। এছাড়া থাকছে এলইডি টেল লাইট।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত হয়ে এই স্কুটার ডিজাইন করা হয়েছে। তবে এখনও এই স্কুটারের সম্পূর্ণ ছবি দেখা যায়নি।

সুজুকির নতুন দুই মডেলের মধ্যে অ্যাক্সেস ১২৫ এ থাকছে ১২৪ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে ৬৭০০ আরপিএমে সর্বোচ্চ ৮.৭ বিএইচপি শক্তি ও ৫৫০০ আরপিএমে সর্বোচ্চ ১০ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই ইনকাম করুন