Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ১৩টি মুসলিম দেশের নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নতুন ভিসা ইস্যু করা বন্ধ করেছে বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
নিরাপত্তাসহ কয়েকটি ইস্যু দেখিয়ে গত ১৮ নভেম্বর থেকে দেশটি নতুন ইমিগ্রেশন নীতি কার্যকর করেছে বলে প্রাপ্ত নথির বরাতে জানায় গণমাধ্যমটি।
যে ১৩টি মুসলিম জাতীয়তার জন্য ইউএই নতুন এই ইমিগ্রেশন নীতি নিয়েছে সেগুলি হলো- আফগানিস্তান, আলজেরিয়া, ইরান, ইরাক, কেনিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সোমালিয়া, সিরিয়া, তিউনিশিয়া, তুরস্ক এবং ইয়েমেন।
এর মধ্যে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেনের মতো দেশগুলোর নাগরিকদের নতুন চাকরি এবং ভ্রমণ ভিসা দেয়া বন্ধ থাকবে। আর আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান এবং তিউনিশিয়ার জন্য নিষিদ্ধ করা হয়েছে ভ্রমণ ভিসা ইস্যু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।