Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া ইতালির প্রধান ফুটবল লিগ সিরি’আ ফেরার কথা ছিল আগামী ১৩ জুন। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আরও এক দিন পিছিয়ে তা ১৪ জুন থেকে লিগটি শুরু করা হবে বলে জানিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
গত ৯ মার্চ থেকেই স্থগিত হয়ে আছে দেশটির প্রধান ফুটবল লিগ সিরি’আ। গেল সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে ১৩ জুনকে ফেরার দিন হিসেবে ঠিক করেছিল সিরি’আ। প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তের অনুমতিসাপেক্ষে গত সপ্তাহে অনুশীলনেও ফিরে দলগুলো।
তবে গত সোমবার (১৮ মে) ইতালিয়ান সরকার এক বিবৃতিতে জানায়, ইতালিতে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ ঠেকাতে যে কোনও ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, হোক সেটা জনসম্মুখে কিংবা দর্শকহীন স্টেডিয়ামে; ১৫ জুনের আগে মাঠে গড়ানো সম্ভব নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।