আন্তর্জাতিক ডেস্ক : বিরল প্রজাতির ১৩ ফুট লম্বা কিং কোবরা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় এটি ধরতে সক্ষম হয় বলে মঙ্গলবার জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জানা যায়, কিং কোবরা সাপটি একটি আবাসিক এলাকার ভেতরে নর্দমায় লুকিয়ে ছিল। ওই এলাকার এক নিরাপত্তারক্ষী প্রথমে এটি দেখতে পেয়ে এলাকাবাসীকে সতর্ক করে দেন। পরে খবর পেয়ে উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টার পর এটিকে জীবিত ধরতে পারেন। ১৫ কেজি ওজনের বিরল প্রজাতির এই কিং কোবরাটি লম্বায় প্রায় ১৩ ফুট বলে জানান এক উদ্ধারকর্মী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।