স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট খেলছেন না। এই অলরাউন্ডারের বদলে ইংলিশদের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ওলি পোপ।
প্রথম ম্যাচে জিতলেও ভালো করেননি পোপ। তৃতীয় ম্যাচেই সুদেআসলে সব পুষিয়ে দিয়েছেন। লঙ্কানদের বিপক্ষে তৃতীয় টেস্টে পোপ এমন কীর্তি গড়েছেন যা ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর কেউই করতে পারেননি।
লন্ডনের কেনিংটন ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে নিজের ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন ওলি পোপ। লঙ্কানদের বিপক্ষে এই সেঞ্চুরিতে ক্যারিয়ারে সাতটি দেশের বিপক্ষে সেঞ্চুরি হয়ে গেল আপতকালীন ইংলিশ অধিনায়কের।
১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পোপ একমাত্র ব্যাটসম্যান, যার প্রথম সাতটি সেঞ্চুরিই এসেছে ভিন্ন সাতটি প্রতিপক্ষের বিপক্ষে।
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ১০২ বলে সেঞ্চুরি করে আরেকটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন পোপ। টেস্টে অধিনায়ক হিসেবে এটি ইংল্যান্ডের দ্বিতীয় দ্রুততম। ইংল্যান্ডের হয়ে অধিনায়ক হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গ্রাহাম গুচের। যা ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৯৫ বলে সেঞ্চুরি করেছিলেন গুচ।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন পোপ, ৬ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর পোপের ব্যাটিং পজিশন ৬ নম্বর থেকে উপরের দিকে তিন নম্বরে নিয়ে যায় ইংলিশ টিম ম্যানেজমেন্ট।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ডানহাতি ব্যাটসম্যানকে। একের পর এক সেঞ্চুরি করে গিয়েছেন। তবে প্রথম সেঞ্চুরির পর দ্বিতীয় সেঞ্চুরিতে যেতে পোপ সময় নিয়েছিলেন দুই বছর।
২০২২ সালে নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রথম সেঞ্চুরির (১৪৫) দেখা পান। একই বছর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডিতে করেন ক্যারিয়ারের তৃতীয় শতক।
২০২৩ সালে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি পোপের কাছে স্মরণীয় ছিল। লর্ডসে সেবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২০৫ রানের ইনিংস খেলেন।
২০২৪ সালে হায়দরাবাদে ভারতের বিপক্ষে ও নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির দেখা পান পোপ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে পোপ এখনো অপরাজিত আছেন ১৪১ বলে ১৪৪ রান করে। প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৩ রান করেছে ইংল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।