Advertisement
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে প্রাথমিকভাবে ৩০ সদস্যের একটি স্কোয়াড বেছে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে সফরটি এটি আগামী ৪ জুনে হওয়ার কথা থাকলেও তা করোনাভাইরাসের কারণে অন্ততপক্ষে জুলাইয়ের আগে আর হচ্ছে না। আর এ সিরিজ আয়োজন নিয়ে দুদেশের ক্রিকেট বোর্ডও প্রতিনিয়ত আলোচনাও করে যাচ্ছে।
তবে সফর যখনই করুক, ক্যারিবীয় ক্রিকেটাররা যুক্তরাজ্যে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে সে ব্যাপারে জানিয়ে দিলেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ।
জনি গ্রেভ বলেন, আমরা সেখানে দুই সপ্তাহের কোয়ারেন্টিনের প্রস্তুতি নিয়েই যাব। তবে আউটডোরে অনুশীলনের ব্যবস্থা করে দিতে ইসিবির কাছে আর্জিও জানাবো আমরা।
প্রসঙ্গত, এদিকে এই সিরিজের মধ্য দিয়েই ফের আন্তর্জাতিক ক্রিকেট ফেরার আশা করছেন বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।