দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণ-পূর্ব এশিয়ার নবীন রাষ্ট্র তিমুর-লেস্তে আসিয়ানের পূর্ণ সদস্যপদ পাচ্ছে। আগামী ২৬ অক্টোবর দেশটি আনুষ্ঠানিকভাবে আসিয়ানভুক্ত হবে।
শনিবার (১১ অক্টোবর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও বর্তমান আসিয়ান চেয়ারম্যান দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,“আমরা শুরু থেকেই তিমুর-লেস্তেকে সমর্থন দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস প্রচেষ্টার ফলেই তারা এখন আসিয়ানের স্থায়ী সদস্য হতে যাচ্ছে।”
২০০২ সালে স্বাধীনতা লাভের পর ২০১১ সালে আসিয়ান সদস্যপদের জন্য আবেদন করেছিল তিমুর-লেস্তে। প্রায় দেড় দশক পর সেই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।
আসিয়ানভুক্তির ফলে দেশটি অঞ্চলের অর্থনৈতিক, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা কাঠামোর অংশ হবে। বিশ্লেষকরা বলছেন, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন ভারসাম্য তৈরি করবে।
এ বছরের ফেব্রুয়ারিতে মালয়েশিয়া জাকার্তায় আসিয়ান সচিবালয়ের টিমর-লেস্তে ইউনিটকে ২ লাখ ডলার অনুদান দেয় এবং ৩১৯ জন তিমুর-লেস্তে কর্মকর্তাকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করে।
আগামী ২৬–২৮ অক্টোবর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে তিমুর-লেস্তের পূর্ণ সদস্যপদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংসহ আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে,“তিমুর-লেস্তের অন্তর্ভুক্তি শুধু রাজনৈতিক নয়, বরং আঞ্চলিক ঐক্যের প্রতীক।”
এ অন্তর্ভুক্তির মাধ্যমে আসিয়ানের মূল লক্ষ্য “One Vision, One Identity, One Community” আরও বাস্তব রূপ পাবে বলে তারা মনে করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।