বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৪ বছর পর আবারও সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। ছবির নাম ‘ফিরে দেখা’। চলতি অর্থ বছরে এটি অনুদান পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি ছবির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক হিসেবেও পাওয়া যাবে তাকে।
রোজিনা বলেন, ‘অভিনয়ের সুবাদে মানুষের ভালোবাসা অর্জন করেছি। যতো দূরেই থাকি না কেন, অভিনয় আমাকে খুব টানে। এই ছবির প্রযোজক ও পরিচালক আমি এবং গল্পও আমার তৈরি করা। গল্পটা আমার নানা বাড়ি গোয়ালন্দ ও দাদাবাড়ি রাজবাড়ীর। সেখানকার মুক্তিযুদ্ধের ঘটনা উঠে আসবে এতে। তাই ছবির পরিচালনাটাও আমি করছি।’
তিনি আরও জানান, ‘ফিরে দেখা’র কেন্দ্রীয় চরিত্র বকুল হিসেবে থাকছেন তিনি। এছাড়া এর মূখ্য চরিত্রে আরও ৪/৫ জন অভিনয় করবেন। তবে এখনই ছবির অভিনয় শিল্পীদের নাম প্রকাশ করতে নারাজ এই চিত্রনায়িকা।
উল্লেখ্য, ১৯৭৮ সালে এফ কবির চৌধুরী পরিচালিত ‘রাজমহল’ ছবির মধ্যদিয়ে রূপালি ভুবনে অভিষেক হয় রোজিনার। তার অভিনীত অধিকাংশ ছবিই সুপারহিট হয়। সবশেষ ২০০৬ সালে মতিন রহমানের ‘রাক্ষুসী’ ছবিতে অভিনয় করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



