জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজন ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজে’র ৪র্থ পর্বে বঙ্গবন্ধুর ওপর ‘মুখ্য আলোচক’ হিসেবে বক্তব্য রাখবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বান কি মুন।
আগামী ১৫ মার্চ ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে সকাল ১০ টা ৫৫ মিনিট (দক্ষিণ কোরিয়া সময় দুপুর ১টা ৫৫ মিনিট) অনুষ্ঠিত হবে ৪র্থ লেকচার সিরিজ।
লেকচার অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রধান অতিথি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন (সিনিয়র সচিব) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূত লি জ্যাং কিউন সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দক্ষিণ কোরিয়া রাজধানীর সিউল থেকে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম আলোচনায় ভার্চুয়ালি অংশ নিবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন।
এদিকে, আজ শুক্রবার সিউলে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে ১৫ মার্চের অনুষ্ঠানের বিষয়ে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
এ সময় তিনি বঙ্গবন্ধুর উপর ‘কীনোট’ উপস্থাপনে আগ্রহী হওয়ার জাতিসংঘের সাবেক মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।