ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় বেশির ভাগ ইউরোপীয় পণ্যের ওপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যা পূর্বঘোষিত ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির তুলনায় অর্ধেক।
রোববার (২৭ জুলাই) স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইনের এক ব্যক্তিগত বৈঠকে নতুন এই চুক্তিতে পৌঁছায় উভয় পক্ষ। এ চুক্তির মধ্য দিয়ে দুই মিত্র পক্ষের মধ্যে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এক ঘণ্টা ধরে বৈঠকটি করেন। এরপর স্কটল্যান্ডের পশ্চিমে ট্রাম্পের বিলাসবহুল গলফ কোর্সে এই চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। পুরো বিশ্বে যে বাণিজ্য হয়, তার প্রায় এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় জোটের মধ্যে হয়ে থাকে।
চুক্তির ঘোষণার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটি একটি অত্যন্ত আকর্ষণীয় আলোচনা ছিল। আমি মনে করি চুক্তিটি উভয় পক্ষের জন্য দুর্দান্ত। এটি এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।’ এছাড়া ভন ডার লেইন বলেছেন, ‘বিশ্বের দুই বড় অর্থনীতির মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, চুক্তিটি স্থিতিশীলতা আনবে।’
এই চুক্তি এখন পর্যন্ত ট্রাম্পের ঘোষিত বাণিজ্য চুক্তিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাপান, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইনের সঙ্গে প্রাথমিক চুক্তি এবং চীনের সঙ্গে ৯০ দিনের বাণিজ্য যুদ্ধবিরতির পর এমন চুক্তিতে গেল ওয়াশিংটন। ইইউ হলো- যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদার। গত বছর পণ্য ও পরিষেবার দ্বিমুখী বাণিজ্য ছিল প্রায় ২ ট্রিলিয়ন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।