১৬১ কোটি টাকার চুক্তিতে মরক্কোর সঙ্গে সার আমদানির সিদ্ধান্ত

Fertilizer from Morocco

মরক্কো থেকে সার আমদানির বিষয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। সরকার তিরিশ হাজার টন সার আমদানি করার বিষয়ে অনুমতি দিয়েছে। এটি সম্পূর্ণ রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তি হিসেবে গণ্য হবে।

Fertilizer from Morocco

বাংলাদেশ সরকার মরক্কোকে ১৬১ কোটি টাকা প্রদানের বিনিময়ে সার গ্রহণ করবে। বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে এ বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রোক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ১৪তম লটের (ঐচ্ছিক ৪র্থ) ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাব দেয়া হয়। এই প্রস্তাবটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

এই টিএসপি সারের ক্রয় মূল্য ধরা হয়েছে ১৬১ কোটি ৪ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৪৪০ মার্কিন ডলার।এছাড়া বৈঠকে চাল, মসুর ডাল, ডিজেল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। আর ঢাকা ও চট্টগ্রামে ট্রাক সেলের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ।
অন্যদিকে সামনে মাহে রমজান আসতে আর বেশি দিন বাকি নেই। রমজান মাসে সংকটের বিষয়টি মিডিয়াতে জোরেশোরে আলোচনা হচ্ছে। তবে অর্থ উপদেষ্টা সবাইকে নিশ্চিত করেছেন যে, রোজায় কোনো ঘাটতি হবে না। পণ্যের দাম যেন সহনশীল থাকে সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। তাছাড়া নিত্যপণ্যের সরবরাহ দেশের সব অঞ্চলে যথেষ্ট পরিমাণে সরবরাহ করা হবে। এ বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে বাংলাদেশ সরকার।