আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের এক টিনেজার তরুণী একটুর জন্যে ইউরোমিলিয়ন লটারি জয়ী হতে পারলেন না। জানা গেছে, টায়লা অক্টেভ নামের (১৯) ওই তরুণীর টিকিটের সংখ্যাগুলো ছিল জয়ী নম্বর থেকে মাত্র এক ডিজিট দূরে। এতে ১৭৮ মিলিয়ন পাউন্ডের লটারি হাত ছাড়া হয়েছে তার। খবর দ্য সানের।
১৭৮ মিলিয়ন পাউন্ডের লটারি একটুর জন্য হাত ছাড়া এই তরুণীর
টায়লা জানিয়েছেন, আমি হতাশ হয়ে পড়েছি। লটারি জেতা সহজ বিষয় নয়। তবে এতো কাছাকাছি গিয়েও না জিততে পারায় আমার মন ভেঙে গেছে। আমি ভাবতে শুরু করেছিলাম এতো অর্থ পেলে আমি তা দিয়ে কি করবো! আমি অবশ্যই মালদ্বীপ যেতাম এবং সেখানে সমুদ্রের পাশে কোনো অবকাশ কেন্দ্রে সময় কাটাতাম। এছাড়া, আমি আমার বোন ও মায়ের জন্য বাড়ি কিনতাম।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool