স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে ফ্রান্সের ঘরোয়া ফুটবল আসর ফ্রেঞ্চ লিগ ওয়ান। আর তাই ফের ফুটবল মাঠে গড়াতে গত শুক্রবার (১০ এপ্রিল) ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভায় ঠিক করা হয়েছে আগামী ১৭ জুন থেকে ফ্রেঞ্চ লিগের খেলা শুরু হবে।
তবে সবকিছু স্বাভাবিক হলেই কেবল কার্যকর হবে এই সিদ্ধান্ত। একইসঙ্গে স্থগিত হওয়া দুই টুর্নামেন্টের ফাইনালের তারিখও নির্ধারণ হয়েছে সভায়।
পুনরায় ফুটবল মাঠে গড়াতে আগামী ১৭ জুন থেকে শুরু হবে লিগ ওয়ান ও ডিভিশন ফুটবলের মৌসুম। সপ্তাহে তিনদিন করে হবে ম্যাচ। যাতে করে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে শেষ করা যায় লিগ।
এরপর আগামী ২ আগস্টের মধ্যে মৌসুম শেষ করার জন্য বাকি থাকা ৭-৮ দিনে হবে রেলিগেশন এবং প্রমোশন প্লে-অফ ম্যাচগুলো।
নেইমার-এমবাপ্পেদের পিএসজির সঙ্গে লিওনের ফ্রেঞ্চ কাপ ফাইনাল হবে আগামী ২৭ জুন। পরে জুলাই মাসের ১১ তারিখ সেইন্ট সেতিয়েনের বিপক্ষে লিগ কাপের ফাইনাল খেলবে টমাস টুখেলের শিষ্যরা। এ সব পরিকল্পনা নির্ভর করছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ হয়েছিল সবশেষ লিগ ওয়ানের ম্যাচ। প্রায় এক মাস পর নির্ধারিত হলো, ফের কবে থেকে শুরু হবে ফ্রান্সের ফুটবল।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.