আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে শিগগিরই শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন দেশটির আবহাওয়াবিদরা। রবিবার দিল্লির তাপমাত্রা গত কালের তুলনায় প্রায় দু ডিগ্রি নেমেছে। দিল্লিতে তাপমাত্রা নামলেও পশ্চিমবঙ্গে শনিবার পর্যন্ত শীতের আমেজ অনুভব করা যায়নি। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রাও সে ভাবে নামেনি। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার’র।
দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১৭ বছরে নভেম্বর মাসের শীতলতম দিন। গত তিন দিন ধরে টানা ১০ ডিগ্রির নিচে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ রবিবার এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি তাপমাত্রা নেমে যাওয়ায়, শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
দিল্লির আবহাওয়া অফিসের প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানান, পশ্চিম হিমালয় থেকে কনকনে ঠান্ডা বাতাস ঢুকছে। ফলে দিল্লির তাপমাত্রার পারদ প্রতি দিনই নামছে। এই পরিস্থিতি আরো দু’এক দিন চললেও, পশ্চিমী ঝঞ্ঝার কারণে চার-পাঁচ দিনের মধ্যেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে বলেও জানিয়েছেন কুলদীপ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।