আন্তর্জাতিক ডেস্ক :স্বর্ণের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। অথচ একটি পার্কে কিনা পড়ে রয়েছে স্বর্ণের একটি কিউব। ২৪ ক্যারেটের এই স্বর্ণের কিউবের ওজন ১৮৬ কেজি। আর সেটিকেই কিনা ফেলে রাখা হয়েছে পার্কের মাঝখানে।
তবে চাইলেই কিন্তু এই কিউব নিয়ে যেতে পারবে না কেউ। পার্কের মাঝখানে কোনো বেষ্টনি ছাড়া ফেলে রাখা হলেও কিউব পাহারা দিতে রয়েছে একটি নিরাপত্তা টিম।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি আসলে একটি শিল্পকর্ম। জার্মানির আর্টিস্ট নিকলাস ক্যাস্টেল্লো এই কিউবটি তৈরি করেছেন। এই আর্টওয়ার্কের মূল্য ১ কোটি ১৭ লাখ ডলার। তবে এটি বিক্রির জন্য নয়।
এই শিল্পকর্ম বানাতে প্রতি আউন্স ২৪ ক্যারেটের স্বর্ণ কেনা হয়েছে ১ হাজার ৭৭৮ ডলারে (প্রায় ১ লাখ ৫১ হাজার টাকার বেশি)। ৪১০ পাউন্ড বা ১৮৬ কেজি ওজনের এই শিল্পকর্মকে পাহারা দেয়ার জন্য রয়েছে সিকিউরিটি টিমও।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে পার্কের নমবার্গ ব্যান্ডশেল ভেন্যুতে এই শিল্পকর্মটি রাখা হয়।
ক্যাস্টেল্লো বলেন, এটি শিল্পের একটি ধারণাগত কাজ। তিনি বলেন উদ্দেশ্য ছিল যে, ‘আমাদের বিশ্বের বাইরে এমন কিছু তৈরি করা- যা স্পর্শ করা যায় না।’ এই শিল্পকর্মের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সিও রিলিজ করা হবে। এর নাম দেয়া হয়েছে ক্যাস্টেল্লো কয়েন।
সুইজারল্যান্ডের আরাউতে এই কিউবটি তৈরি করা হয়। এর জন্য প্রয়োজন হয় একটি হস্তনির্মিত চুল্লির। স্বর্ণের বড় আকার এবং আয়তন ধরে রাখার জন্য বিশেষ এই চুলা তৈরি করা হয়েছিল।
স্বর্ণকে গলানোর জন্য ১১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এই কিউবটি এক ফুটের একটু বড়। এর সব সাইডে ৬ ইঞ্চি করে এবং এর পুরুত্ব এক ইঞ্চির প্রায় এক-তৃতীয়াংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।