১৯ তলা হোটেল খুলছেন সালমান, বিলাসবহুল ক্যাফে-রেস্তোরাঁ ছাড়া আর যা থাকবে

বিনোদন ডেস্ক: প্রায় চার দশক ধরে অগণিত অনুরাগীকে বিনোদন জুগিয়ে আসছেন বলিউড ভাইজান সালমান খান। আর এই দীর্ঘ সফরে দর্শকদের ভালোবাসার পাশাপাশি পাহাড়প্রমাণ সম্পত্তিও গড়েছেন সালমান। সেই তালিকাতেই এবার যোগ হতে যাচ্ছে নতুন সংযোজন।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র জানা গেছে, মুম্বাইয়ে একটি পাঁচতারা হোটেল তৈরির প্রস্তুতি নিচ্ছেন ভাইজান। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডে একটি সম্পত্তি কিনেছিলেন সালমান খান। যেখানে এর আগে বাড়ি বানাতে চেয়েছিলেন সালমান। তবে এখন বদলে গেছে সালমানের সেই পরিকল্পনা।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইজান এখন সেখানে একটি ১৯ তলা হোটেল তৈরি করতে চলেছেন। যেটির প্রথম এবং দ্বিতীয় তলায় থাকবে একটি ক্যাফে এবং একটি রেস্তোরাঁ। তৃতীয় তলায় থাকবে একটি জিমনেসিয়াম এবং একটি সুইমিং পুল, আর চতুর্থ তলায় পরিষেবা ফ্লোর হিসেবে ব্যবহার করা হবে। এছাড়াও ভবনটির ৫ম ও ৬ষ্ঠ তলায় থাকবে একটি কনভেনশন সেন্টার। বাকি সপ্তম থেকে ১৯ তলা পর্যন্ত পুরোটাই রাখা হচ্ছে হোটেলের জন্যই।

তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে সালমান খানকে ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই হোটেল থেকে সমুদ্রের দৃশ্যও দেখা যাবে।

সালমান খান বর্তমানে ব্যস্ত তার পরবর্তী প্রজেক্ট ‘টাইগার থ্রি’ নিয়ে। যেখানে সালমান ছাড়াও আরও থাকছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি।

সূত্র: পিঙ্কভিলা 

ক্যাটরিনাকে নিয়ে ভক্তের প্রশ্নে লজ্জায় ফেটে পড়লেন ভিকি!