ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে অংশ নিতে আগামী ১৯ নভেম্বর দিল্লি সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারতের এনএসএ অজিত দোভালের আমন্ত্রণে তাঁর এই দুই দিনের সফর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন। ভারত এবার এই আঞ্চলিক নিরাপত্তা সংলাপের স্বাগতিক দেশ।
কলম্বো সিকিউরিটি কনক্লেভ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের বহুপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা ফোরাম, যেখানে সদস্য দেশগুলোর মধ্যে সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, সাইবার নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
ফোরামের সদস্য রাষ্ট্রগুলো হলো—ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ। সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে যুক্ত আছে। বাংলাদেশ ২০২৪ সালে পূর্ণ সদস্য হয়ে এই সহযোগিতা কাঠামোয় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়।
খলিলুর রহমানের এই সফরকে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক সমন্বয় জোরদারের ধারাবাহিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালের আগস্টে কলম্বোতে অনুষ্ঠিত বৈঠকের মধ্য দিয়ে সদস্যদেশগুলো শ্রীলঙ্কার রাজধানীতে সচিবালয় প্রতিষ্ঠার জন্য সনদ ও সমঝোতা স্মারক সই করেছে। মূলত আঞ্চলিক নিরাপত্তা জোরদার এই ফোরামের মূল লক্ষ্য, যেখানে পাঁচটি ক্ষেত্রে বিশেষ মনোযোগ রয়েছে। এই ক্ষেত্রগুলো হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা; সন্ত্রাস ও চরমপন্থা প্রতিরোধ; মানব পাচার ও আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ দমন; সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তির সুরক্ষা; মানবিক সহায়তা ও দুর্যোগে ত্রাণসহায়তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



