আন্তর্জাতিক ডেস্ক : এক ঘণ্টারও কম সময়ে ৪৬ রকমের পদ রান্না করে রেকর্ড গড়ল তামিলনাড়ুর এক মেয়ে। এসএন লক্ষ্মী সাই শ্রী নামের ওই মেয়ে ৫৮ মিনিটে ৪৬ রকমের পদ তৈরি করেছেন। এতে ‘ইউনিকো বুক অব ওয়ার্ল্ড রেকর্ড’ এ তার নাম উঠেছে বলে সংবাদ সংস্থা এএনআই ও আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, মায়ের কাছ থেকেই বিভিন্ন রকমের রান্না শিখেছেন লক্ষ্মী। এই মাইলফলক ছুঁতে পেরে আনন্দিত তিনি।
মেয়ের এই সাফল্যে খুশি লক্ষ্মীর মা এন কালাইমগল। তিনি বলেছেন, ‘তামিলনাড়ুর বিভিন্ন ঐতিহ্যবাহী রান্না আমি করি। লকডাউনের সময় মেয়ে রান্নাঘরে আমার সঙ্গে অনেকটা সময় কাটাত। সেই সময়েই রান্নার প্রতি ওর আগ্রহের বিষয়টি লক্ষ্য করি। বিষয়টি লক্ষীর বাবাকে জানাতেই রেকর্ড গড়ার চেষ্টা করতে বলেন।’
এএনআই জানিয়েছে, রেকর্ডের বিষয়টি নিয়ে চর্চা করতে গিয়ে লক্ষ্মীর পরিবার জানতে পারে, কেরালার ১০ বছরের মেয়ে সানভি ৩৩ রকমের পদ রান্না করেছিল। এটা জানার পর থেকেই লক্ষ্মীর বাবা চাইতেন, লক্ষ্মী সেই রের্কড ভাঙুক। অবশেষে মঙ্গলবার বাবার সেই আশা পূরণ করলেন লক্ষ্মী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।