জুমবাংলা ডেস্ক : বেশ কয়েকদিন ধরে পটুয়াখালী শহরে মাইকিং করে বিভিন্ন অফার ঘোষণা করে পটুয়াখালী ওয়ালটন এহসানিয়া ইলেকট্রনিক্স। এর মধ্যে সুপার অফার ছিল ১ টাকায় ফ্রিজ। এ অফার শুনে মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে ওই শোরুমে যান রুপালী ব্যাংক হেতালিয়া বাধঘাট শাখার ম্যানেজার নুরুল আমিন।
শোরুমের ম্যানেজার মাহবুবুর রহমান তাকে বিস্তারিত অফারগুলো জানিয়ে দেন। প্রথমে নুরুল আমিন ৪১ হাজার ২০০ টাকায় ২১ সিএফটির ফ্রিজ কেনেন এবং তিনি টাকাও জমা দেন। পরে তিনি অফারে লটারি ধরে জিতে নেন ১ টাকায় ফ্রিজ।
ওই শোরুমের ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, ‘শোরুমের সিদ্ধান্ত অনুযায়ী ২৬টি অফার ছিলো। একেকটি অফারের জন্য একেকটি কার্ড। প্রত্যেকটি কার্ডেই ৪ থেকে ২০ পার্সেন্ট পর্যন্ত মূল্যছাড় ছিল। আর একটিতে ছিল শুধু ১ টাকায় ফ্রিজ। নুরুল আমিন শোরুমে আসার পর তাকে অফারগুলো বুঝিয়ে বলি।
আর অফার পেতে হলে তাকে লটারি ধরতে হবে বলে জানাই। এতে তিনি রাজি হয়ে যান। তার সামনেই ২৬ কার্ড রাখি। পরে তিনি যে কার্ডটি বেছে নেন, সেটিই ছিল ১ টাকায় ফ্রিজ। পরবর্তীতে তাকে ৪১ হাজার ১৯৯ টাকা ফেরত দেয়া হয়।’ আগামী শনিবার (৯ এপ্রিল) তাকে আনুষ্ঠানিকভাবে ফ্রিজটি তুলে দেওয়া হবে।
রুপালী ব্যাংক বাধঘাট শাখার ম্যানেজার নুরুল আমিন বলেন, ‘ওয়ালটন মূলত দেশি পণ্য। এ কারণে ওয়ালটনের ফ্রিজ কিনতে আগ্রহী হই। ঈদ উপলক্ষে তারা দারুণ অফার দিয়েছে। এভাবে ১ টাকায় ফ্রিজ পাবো সেটা ভাবতেও পারিনি।’
নুরুল আমিন ওয়ালটনকে ধন্যবাদ জানান এবং সবাইকে দেশি পণ্য কেনার অনুরোধ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।