স্পোর্টস ডেস্ক: এক বলে সর্বোচ্চ কত রান হতে পারে? সহজ উত্তর ছয়। আর নো বল হলে সাত! এই তো। তাই বলে ১৮ রান হবে ভাবা যায়? তামিলনাড়ু প্রিমিয়ার লিগে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে।
চেপুক সুপার গিলিস ও সালেম স্পার্টান্সের ম্যাচে এক বলে হয়েছে ১৮ রান। তাও আবার দিয়েছেন অধিনায়ক। প্রথম ইনিংসের শেষ ওভারে স্পার্টান্সের বোলার অভিষেক তানওয়ার এই বিব্রতকর ঘটনার শিকার।
প্রথম পাঁচ বলে ৮ রান দেন তানওয়ার। শেষ বলের পর স্কোর ২৬। ২০ ওভারে ২১৭ রান করে সুপার গিলিস।
ওই শেষ বলের প্রথমটিতে বোল্ড করেন তানওয়ার। কিন্তু নো বল ডাকেন আম্পায়ার, হয় ১ রান। তারপর আরেকটি নো বল করেন, সঙ্গে ছয় হজম করেন, যোগ হয় ৭ রান। পরের বলটিও নো, ব্যাটার নেন দুই রান; আরও তিন রান। পরের বলটি ছিল ওয়াইড, আরেকটি রান। শেষ বলটি বৈধ করেছিলেন, কিন্তু আরেকটি ছয় মারেন ব্যাটার। মানে ৫ ডেলিভারিতে শেষ হওয়া বলে রানক্রম ছিল ১, ৭, ৩, ১, ৬!
তামিলনাড়ু সুপার লিগের আগের আসরে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ বোলার ছিলেন তানওয়ার। ম্যাচ শেষে নিজেকে দুষলেন তিনি, ‘শেষ ওভারের জন্য আমিই দোষী। একজন সিনিয়র বোলার হয়ে তিনটি নো আর একটি ওয়াইড দেওয়া হতাশাজনক। বাতাস আমাদের সহায়তা করেনি, এটা অনেক বড় ভূমিকা রেখেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।