জুমবাংলা ডেস্ক : ১ মিনিটে বাজার! শুনতে অবাক লাগলেও চট্টগ্রামে এমনই একটি ব্যতিক্রমী বাজার চালু করেছে সেনাবাহিনী। যেখানে ১ মিনিটেই প্রয়োজনীয় সব জিনিসপত্র সংগ্রহ করতে পারছেন মানুষ। করোনা দুর্যোগে অসহায় মানুষের জন্য এই মানবিক উদ্যোগ।

আলেয়া বেগম। যে হুইল চেয়ারে জীবন বন্দি, তার গতিতে ভর করেই নিতে এসেছেন পেটের দায় মেটানোর জিনিসপত্র।
ভালোবাসার এই আয়োজনে সামিল হয়েছেন এমনও ব্যক্তি, যিনি জীবনযুদ্ধের ঘানি টানছেন দুটি পা খুইয়ে। তাতে মমতার পরশ বুলিয়েছেন সেনা সদস্যরা।
বুধবার (১৩ মে) সকালে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড আয়োজন করে ব্যতিক্রমী এই বাজারের। যেখানে পসরা সাজানো হয় চাল আর ৫ ধরনের সবজিসহ ৯ জাতীয় পণ্যের। বিনামূল্যে যার সবটিই নেবার সুযোগ ছিল প্রত্যেকের।
এটি নামেই বাজার। বাস্তবে আপজনদের হাতে উপহারসামগ্রী তুলে দেবার আয়োজন। যা হতে পারে কঠিন এই সময়ে জীবন রক্ষার নিয়ামক।
করোনা দুর্যোগে অসহায় মানুষকে সহায়তা দিতেই এমন উদ্যোগ। প্রথমদিনে উপহারসামগ্রী দেয়া হয় ১ হাজার মানুষকে। পর্যায়ক্রমে যার আওতায় আসবে ২০ হাজার।
সেনাবাহিনীর উন্নয়ন অংশীজনদের সহযোগিতায় সাতকানিয়া ও সীতাকুণ্ড থেকে কেনা হয় সবজী। তবে তা দরিদ্র জনগোষ্ঠীর কাছে বিক্রি না করে উপহার হিসেবে দেয়া হয়। তাতে উপকৃত হয়েছে দুপক্ষই।
এ বাজারের পরবর্তী সম্ভাব্য তারিখ ১৬ মে। মুঠোফোনে যা জরিপের মাধ্যমে তালিকাভুক্তদের জানিয়ে দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



