জুমবাংলা ডেস্ক : এক লাখ টাকার জাল নোট তারা বিক্রি করেছে সাত হাজার টাকায়। গ্রেফতার হওয়ার পর পেয়ে গেছে জামিনও। জামিনে বের হয়েই তারা আসন্ন ঈদুল আযহায়, বিশেষত গবাদি পশুর হাটে, জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শনিবার রাতে আন্তজেলা নোট জালিয়াতি চক্রের সম্পর্কে খবর পেয়ে একটি গ্যাংয়ের লিডারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- গ্যাং লিডার মো. সাইফুল (৩২) এবং তার দুই সহযোগী মো. রুবেল (২৮) ও আলম হোসেন (২৮)। রবিবার (১৯ জুলাই) রাতে লালবাগ ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরির প্রতিরোধ টিম) মধুসূদন দাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তাদের কাছ থেকে ডিবি পুলিশ প্রায় ৩৫ লাখ টাকার জাল নোট, জাল নোট তৈরির মেশিন, একটি ল্যাপটপ, একটি লেমিনেটিং মেশিন ও রঙ উদ্ধার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল আলম হোসেনকে রাজধানীর বংশাল এলাকা থেকে তিন লাখ টাকার জাল নোটসহ প্রথমে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আলম হোসেন গোয়েন্দাদের জানান, তাদের গ্যাং লিডার সাইফুল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় একটি বাড়িতে জাল নোট তৈরি করছেন। এই খবরের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে সাইফুল ও রুবেলকে ৩২ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুলকে আগেও গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।