সিগমা আর্ট ক্যাটাগরির দুইটি নতুন লেন্স বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। দুটি লেন্সের অ্যাপাচার হচ্ছে ১.৪। প্রথম লেন্সটি ২০ মিলিমিটার এবং দ্বিতীয় লেন্সটি ২৪ মিলিমিটার সাইজ বিশিষ্ট। দুইটি লেন্স ই মাউন্ট এবং এল মাউন্ট ক্যামেরার জন্য মানানসই হবে।
অ্যাস্ট্রোফোটোগ্রাফির জন্য দুইটি লেন্স ভালো পারফর্ম করবে। এদের ফোকাল দৈর্ঘ্য বেশ প্রশস্ত। পরিবেশ থেকে অনেক আলো ছবিতে ব্যবহার করা সম্ভব হবে।
একাধিক ফিল্টারের সহজ সমন্বয়ের জন্য লেন্সের পেছনে ফিল্টার ধারক রয়েছে। ডি-ক্লিক ফিচার এবং লকযোগ্য অ্যাপাচার রিং এর অপশন পেয়ে যাবেন। তার মানে এটির ফোকাস রিং ম্যানুয়ালি লক করা সম্ভব।
ছবিতে অনাকাঙ্ক্ষিত গোস্টিং এবং ফ্লেয়ার যাতে না হয় সেজন্য মাল্টি-কোটিং এর ব্যবস্থা করা হয়েছে। রাতের অন্ধকারে ছবিতে যেন উচ্চ কনট্রাস্ট পাওয়া যায় সেজন্য এই লেন্স উপযুক্ত হবে।
প্রতিকূল আবহাওয়া এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে শুটিংয়ের জন্য লেন্সে বিশেষ ফিচার রাখা হয়েছে। পানি, আকাশ ও মেঘ ইত্যাদি বিষয় ছবিতে যেন সুন্দর করে ফুটে ওঠে সে ব্যবস্থা রয়েছে।
এই দুটি লেন্সের ফোকাল দৈর্ঘ্য এবং রেন্ডারিং সক্ষমতা প্রশংসার দাবিদার। এজন্য আনুভূমিক এবং আর্কিটেকচার ফটোগ্রাফির জন্য এই দুটি লেন্স দুর্দান্ত হবে। ডি-ক্লিক করার ফিচার থাকায় ভিডিওগ্রাফাররা সুবিধা পাবেন।
আগস্টের ২৬ তারিখে লেন্স দুইটি বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। এটার দাম হবে ৮৯৯ ডলার। ইউরোপে ৭৭৯ ইউরোতে এই লেন্স বিক্রি করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।