নোকিয়া তাদের N73 মডেলের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। পেছনে ৫টি ক্যামেরা থাকবে। মেইন ক্যামেরা হবে ২০০ মেগাপিক্সেলের। এটি স্যামসাং এর সেন্সর দিয়ে তৈরি হবে। লম্বা সময় ধরে নোকিয়া আলোচনার বাহিরে ছিলো, প্রতিদ্বন্দীতের সাথে প্রতিযোগিতার টিকে থাকা কিছুটা কঠিন ছিলো। এখন ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন দিয়ে নোকিয়া আবার আলোচনায় ফিরে এসেছে।
নোকিয়া এ ফোনটি বাজারে আসবে বড় বড় স্মার্টফোন নির্মাতাদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য। বিশেষ করে পেছনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন বাজারে খুঁজে পাওয়া মুশকিল কিন্তু নোকিয়া তা সম্ভব করেছে। নোকিয়া দাবি করছে ২০০ মেগাপিক্সেলের স্মার্টফোনটি দুর্দান্ত ছবি তুলতে সক্ষম ও প্রতিদ্বন্দীদের ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী।
ফোনটির ডিজাইনও বর্তমানে থাকা মোবাইল গুলো থেকে আলাদা এবং খুব সুন্দর হবে। নকিয়া ভক্তরা ফোনটি নিয়ে বড় আশা করতেই পারে। এবার হয়তো এই ফোন দিয়ে নকিয়া আবার তাদের পুরনো রুপ ফেরত পেতে পারে।
২০০৬ সালে একই মডেল দিয়ে অন্য ফোন বাজারে রিলিজ করেছিলো নোকিয়া। তখন ঐ হ্যান্ডসেটটি বেশ জনপ্রিয় হয়েছিলো। সাফল্য এনে দেওয়া N73 মডেলের নামটি আবার ব্যবহার করছে নোকিয়া। স্মার্টফোনটি রিলিজ হলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
নকিয়ার নতুন N73 ফোনের দাম ও বিস্তারিত ফিচার এখনো জানা যায়নি। ভবিষ্যতে আমরা আপডেট করব ফোনটির বিস্তারিত।
শাওমি দুর্দান্ত চার দর্জার স্মার্ট রেফ্রিজারেটর নিয়ে এসেছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।