বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ১৮০ ওয়াট থান্ডার চার্জারসহ ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন নিয়ে এসেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স। ফোনটির মডেল ইনফিনিক্স জিরো আল্ট্রা। ফোনটি প্রিমিয়াম ডিজাইনে বাজারে এসেছে। কার্ভড ডিসপ্লের পাশাপাশি এর রিয়ার প্যানেলে ৩ডি টেক্সচার্ড গ্লাসসহ কসলাইট সিলভার কালার আছে।
ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লে রেজুলেশন ২,৪০০ বাই ১,০৮০ পিক্সেল। ৯০০ নিট পিক ব্রাইটনেসের ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। এতে ৬ ন্যানোমিটারের দুটি কর্টেক্স-এ৭৮ কোর ২.৫ গিগাহার্টজ এবং ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর ২ গিগাহার্টজ যুক্ত রয়েছে।
৮ জিবি র্যামের ফোনটিতে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম স্কিন।
ইনফিনিক্সের নতুন ফোনের রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনসহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশসহ ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে রয়েছে ডুয়েল সেলের ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। ১৮০ ওয়াটের থান্ডার চার্জার সাপোর্ট করায় ফোনটি মাত্র ১২ মিনিটে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫২০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ হাজার টাকা।
একনজরে ইনফিনিক্স জিরো আল্ট্রা এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে
প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর
র্যাম: ৮ জিবি
স্টোরেজ: ২৬৫ জিবি
ব্যাক ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ব্যাটারি: ৪৫০০ এমএএইচ
চার্জ: ১৮০ ওয়াট থান্ডার চার্জার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।