বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে প্রথমবারের মতো ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে নিয়ে এসেছে ইনফিনিক্স। যার মডেলে ইনফিনিক্স জিরো আল্ট্রা।
ইনফিনিক্সের নতুন এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ২৪০০ বাই ১৮০০ পিক্সেল। রয়েছে জি৬৮ গ্রাফিক্স কার্ড।
জিরো আল্ট্রা ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম চালিত এই ফোনে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
ইনফিনিক্সের দাবি, ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মাধ্যমে এই ফোনে থাকা ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ১২ মিনিট।
ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ৯৯৯ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।