২০১১ সালের মেসিদের সেই সফরের ব্যাংক লোন এখনও টানছে বাফুফে
স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে জুনে মেসিদের ঢাকায় আসার মতো আলোচনা দুই ফেডারেশনের মধ্যে এখনও হয়নি বলে জানা গেছে। ওই সফর বাস্তবায়ন করতে হলে অনেকগুলো শর্তপূরণ করতে হবে। সে শর্তগুলো সহজ নয়।
আলোচনায় অগ্রগতি ছাড়াই মেসিদের সফরের খবর সংবাদ মাধ্যমে বড়সড় করে আসায় বিব্রত বাফুফের বেশ কিছু কর্মকর্তা। মেসিদের ঢাকায় আনার প্রথম শর্ত হলো অর্থের বন্দোবস্ত করা। প্রায় ১০০ কোটি টাকা বাজেটের ওই ম্যাচ আয়োজন করা কঠিন কাজ।
এর আগে ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল মেসিদের আর্জেন্টিনা। ওই সফর নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গণ বলেছেন, কিছু শর্ত পূরণ হলেই ওই সফর সম্ভব। যা শর্তের অন্যতম হলো অর্থ। আর্জেন্টিনা ফুটবল দলকে আনতে খরচ পড়বে ৭০ কোটি টাকা। প্রতিপক্ষ দল এবং আনুষঙ্গিক মিলিয়ে আরও ৩০ কোটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনও প্রস্তুত নয়।
তিনি বলেন, সবচেয়ে বড় কথা, ২০১১ সালের সেপ্টেম্বরে মেসিদের ঢাকায় আনার পর যে আর্থিক ক্ষতিতে পড়েছে, তা এখনও বয়ে বেড়াতে হচ্ছে ফেডারেশনকে। ওই সময় আর্জেন্টিনাকে আনতে খরচ হয়েছিল ৪০ কোটি টাকা। খরচ মেটাতে আইএফআইসি ব্যাংক থেকে বাফুফে লোন নিয়েছিল ৮ কোটি টাকা; যা এখনও পরিশোধ হয়নি।
এবার ফুটবলে ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হলো ডিম, ভিডিও ভাইরাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।