বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ২০১৯ সালে দেশের টেলিকম খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর মধ্যে ৫ টি উদ্যোগকে চ্যালেঞ্জিং উদ্যোগ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
১. বঙ্গবন্ধু স্যাটেলাইট বাণিজ্যিক সেবায় : ২০১৮ সালে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে যাত্রা করলেও বাণিজ্যিক সেবা দেওয়া শুরু করে ২০১৯ সালে। এ স্যাটেলাইটে ২০১৯ সালেই দেশের সব টেলিভিশন যুক্ত হয়।মোবাইল ফোন অপারেটর বাংলালিংকসহ দুই ডিটিএইচ কোম্পানি আকাশ ও বায়ারের কাছে স্যাটেলাইটের ব্যান্ডউইথ এবং ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে আয় শুরু হয়। এডিএন ও স্কয়ারসহ আরও দুটি কোম্পানিও এই স্যাটেলাইট হতে সেবা নেয়া শুরু করে। এছাড়া নেপালের একটি ডিটিএইচ কোম্পানি এবং ফিলিপিনের অপর একটি কোম্পানি ৯টি ট্রান্সপন্ডার কেনার জন্যে আলোচনা শুরু করে।
২. পর্নোসাইট বন্ধে টেলিযোগাযোগ মন্ত্রীর যুদ্ধ : বছরের শুরুর দিকে পর্নোসাইট বন্ধে বেশ জোরেশোরে নামেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। কয়েক দফায় প্রায় ২৫ হাজার পর্নো ওয়েবসাইট বন্ধ করেন তিনি। এসব সাইট বন্ধ করতে অত্যাধুনিক প্রযুক্তির সাইবার সিকিউরিটির প্রকল্পকেও কাজে লাগান তিনি। পর্নো বন্ধের এই উদ্যোগ সারা দেশে বেশ আলোচিত হয়েছিল।
৩. ফাইভজির রোডম্যাপ : এ বছরই ফাইভজির রোডম্যাপ তৈরিতে হাত দেয় সরকার। বছরের শেষ দিকে এ নিয়ে খসড়া রোডম্যাপ তৈরি হয়ে যায়। এতে ২০২১ সালের শুরুতে ঢাকায় ফাইভজি চালু করে ওই বছরেই সব বিভাগীয় শহরগুলোতে সেবা সম্প্রসারণের লক্ষ্য রাখা হয়।এরপর ২০২৩ সালের মধ্যে সব জেলা শহর এবং ২০২৬ সালের মধ্যে সব উপজেলা, গ্রোথ সেন্টার বা বড় হাটবাজার, বিশ্বরোড ও রেলে ফাইভজি সেবা দেয়া হবে ।খসড়া রোডম্যাপ অনুযায়ী ২০২০ বছরের প্রথম প্রান্তিকে ফাইভজি নীতিমালা চূড়ান্ত হবে, দ্বিতীয় প্রান্তিকে সরকারের অনুমোদন এবং তৃতীয় প্রান্তিকে অপারেটরগুলোকে স্পেকট্রাম দেওয়া হবে । চতুর্থ প্রান্তিকের মধ্যে দেওয়া হবে লাইসেন্স।
৪. নতুন সাবমেরিন ক্যাবলের কনসোর্টিয়ামে বাংলাদেশ : বছরটিতে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবলের কনসোর্টিয়াম সি-মি-উই ৬-এ যোগ দেয়া চূড়ান্ত করে বাংলাদেশ। এই ক্যাবল হতে ১০ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ নেয়া হবে। ১৫ সেপ্টেম্বরে কনসোর্টিয়ামের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বাংলাদেশ দুটি ডিরেকশনে ১০ টেরাবিট বা ১০ হাজার জিবিপিএস নিচ্ছে। একটি কক্সবাজার হতে সিঙ্গাপুরের দিকে আরেকটি কক্সবাজার হতে ফ্রান্সে দিকে। দুটিতেই ৫ টেরাবিট করে।
৫. নতুন এনটিটিএন লাইসেন্স : প্রায় ১০ বছর পর ২০১৯ সালে দেশে নতুন একটি বেসরকারি এনটিটিএন লাইসেন্স অনুমোদন দেয় সরকার।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সুপারিশে বৃহস্পতিবার বাহন লিমিটেড নামে নতুন বেসরকারি কোম্পানিকে এই লাইসেন্সের অনুমোদন দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা ও মোবাইল ফোন অপারেটরগুলো অনেকদিন হতেই অনেকগুলো নতুন ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন্স ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএনের দাবি জানিয়ে আসছিলেন।
তথ্যসূত্র : টেকশহর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।