নুসরত-নিখিল থেকে ইন্দ্রানীল-বরখা : ২০২১-এ ঘর ভাঙল টলিউডের যে সকল তারকা দম্পতির

২০২১-এ ঘর ভাঙল টলিউডের যে সকল তারকা দম্পতির

বিনোদন ডেস্ক : অনেক স্বপ্ন নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুটি মানুষ।  তারপর নানা কারণে হয়তো একসঙ্গে পথ চলা হয় না দুজনের।  তবে শোবিজে বিবাহবিচ্ছেদের খবর যেন খুব মামুলি ঘটনা হয়ে দাঁড়িয়েছে।  চলতি বছর অর্থাৎ ২০২১ সালও এমন কিছু পিলে চমকানো মতো ভাঙার সম্পর্ক ভাঙার সাক্ষী হয়ে রইল। টলিউডে এই বছর দাম্পত্য সম্পর্কে ইতি টানলেন নুসরত-নিখিল থেকে শুরু করে শ্রাবন্তী-রোশন, দেবলানী-তথাগতরা।

২০২১-এ ঘর ভাঙল টলিউডের যে সকল তারকা দম্পতির
ফাইল ছবি

নুসরত-নিখিল: বিয়ে ভাঙার কথা বললেই সবার প্রথম যে বিয়ে ভাঙার কথা মাথায় আসবে তা অবৈধ, জানিয়ে দিয়েছে আদালত। ২০১৯ সালের ১৯ই জুন নিখিল জৈনের সঙ্গে তুরস্কের বোদরুমে যে রূপকথার বিয়ে সেরেছিলেন নুসরত জাহান সেটা অবৈধ, বেআইনি।

চলতি বছরের একদম শুরুতেই সামনে এসেছিল নুসরত ও নিখিলের ‘হ্যাপি ম্যারেড লাইফ’-এর নেপথ্যের কালো সত্যিটা। এরপর দিন যত গড়িয়েছে ততই বিতর্কের জল গড়িয়েছে। নিখিলকে ছেড়ে যশের সঙ্গে নুসরতের সম্পর্কের জড়ানো, ঈশানের জন্ম দেওয়া- সব কিছুই ঘটে গিয়েছে। আপতত নিজেদের মতো করে জীবনটা গুছিয়ে নিচ্ছেন দুই প্রাক্তন।

রোশন-শ্রাবন্তী : ২০২০ সালের দুর্গাপুজো থেকেই ছাদ আলাদা হয়েছে শ্রাবন্তী-রোশনের, তবে চলতি বছর তাঁদের সম্পর্ক আরও খারাপ মোড় নেয়। শ্রাবন্তীর সঙ্গে সংসার পাততে আগ্রহী রোশন, বারবার সে কথা সংবাদমাধ্যের সামনে জানিয়েছেন অভিনেত্রীর তৃতীয় স্বামী।

যদিও রোশনের সঙ্গে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে চান না নায়িকা। এই মর্মে গত সেপ্টেম্বরেই বিবাহ বিচ্ছেদের মামলা ঠুকেছেন শ্রাবন্তী। রোশনের অভিযোগ পরিচিতমহলে রোশনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন শ্রাবন্তী, রোশন শ্রাবন্তীর যৌন চাহিদা পূরণে অক্ষম এমনটাও নাকি অভিযোগ করেছেন শ্রাবন্তী।

এই বছরের অন্যতম চমকে দেওয়ার মতো খবর অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর ডিভোর্সের ঘোষণা! এই দম্পতির সম্পর্ক নিয়ে কোনওদিনই কোনওরকম কানাঘুষো শোনা যায়নি। আচমকাই ১১ই নভেম্বর টুইটারে দাম্পত্য সম্পর্কে ইতি টানবার ঘোষণা করেন দুজনে।

ডিভোর্সের কারণ হিসাবে অনুপম উল্লেখ করেছেন, ‘ব্যক্তিগত মতভেদ’। তিনি জানান ‘আমরা দুজনে পারস্পরিক সম্মতিতে বিয়ের সম্পর্কটা ভেঙে বেরিয়ে আসবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা এবার নিজেদের পথে চলব বন্ধু হিসাবে। অনুপম-পিয়ার ছয় বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙবার কারণ হিসাবে উঠে এসেছে পরমব্রতর সঙ্গে পিয়ার বন্ধুত্বের কথা, যদি সেই অভিযোগ ভুয়ো বলে জানিয়েছেন পরম।

ইন্দ্রানীল-বরখা: জুন মাসেই শুরুতেই ইন্দ্রনীল-বরখার ডিভোর্সের গুঞ্জন সামনে এসেছিল। সেই সময় যদিও এই গুঞ্জনকে নেহাত রটনা বলেই দাবি করেছিলেন দম্পতি। জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রনীলকে আনফলো করে দেন বরখা, অগস্টের শুরুতেই পালটা স্ত্রীকে আনফলো করেন ইন্দ্রনীল। ইন্ডাস্ট্রির খবর, বিগত বেশ কিছু মাস ধরে তাঁদের জীবনে ঝড় উঠেছে।

বরখা-ইন্দ্রনীলের ১৩ বছরের দাম্পত্য জীবন টালমাটাল হওয়ার নেপথ্যের কারণ হিসাবে উঠে এসেছে টলি অভিনেত্রী ইশা সাহার নাম। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইশা। ডিভোর্স নিয়ে স্পষ্ট করে কিছুই জানাননি ইন্দ্রনীল-বরখা, তবে তাঁদের মধ্যেকার দূরত্ব কারুর নজর এড়ায় না।

দেবলীনা-তথাগত: চলতি মাসের গোড়াতেই প্রকাশ্যে আসে তথাগত-দেবলীনার সুখের সংসারেও নাকি ফাটল ধরেছে। এক ছাদের তলায় খাকছেন না তাঁরা, এখন তাঁদের পথ আলাদা- সে কথা দুজনেই স্পষ্ট করেছেন। আট বছরের এই সম্পর্ক ভাঙার পিছনের কারণ হিসাবে উঠে এসেছে বিবৃতি চট্টোপাধ্যয়াের সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার গুঞ্জন।  (ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম)

সৌরভ-অনিন্দিতা: সৌরভের সঙ্গে বিয়েটা না সারলেও চুটিয়ে লিভ ইন করতেন অনিন্দিতা বসু। তবে সৌরভ-অনিন্দিতার সম্পর্ক আর অটুট নেই। দুজনেই এখন আলাদা পথের পথিক। টেলিপাড়া সূত্রে এমনটাই খবর, যদিও ব্রেক-আপ নিয়ে এখনও মুখ খোলেননি তাঁরা। অনিন্দিতা তো এখন কর্মসূত্রে মুম্বইয়ের বাসিন্দা। সেখানেই মনের মানুষের খোঁজও পেয়েছেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে।

কাঁচা বাদাম-এ মুগ্ধ হয়ে ভুবনকে যে অফার দিলেন দ.আফ্রিকার এই শিল্পী