স্পোর্টস ডেস্ক: ২০২১ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন জোয়াকিম লো। সোমবার (৩০ নভেম্বর) এক টেলিকনফারেন্সে এমন ঘোষণা দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
ডিএফবি’র নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে লো’র ওপর বিশ্বাস রাখছেন। এমনিতে ৬০ বছর বয়সী কোচের সঙ্গে ২০২২ সাল পযর্ন্ত চুক্তি আছে।
গত মাসে উয়েফা নেশনস লিগে স্পেনের বিপক্ষে ৬-০ গোলের লজ্জাজনক পরাজয়ের পর লো’র ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। তবে আপাতত নতুন কোনও কোচের সন্ধানে না গিয়ে ২০১৪ সালে জার্মানদের বিশ্বকাপ জেতানো কোচের ওপর আস্থা রাখছে ডিএফবি।
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে জার্মান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জোয়াকিম লো।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool