যারা দৌঁড়বিদ ও বাহিরে কাজ করার সময় হেডফোন ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য Bone Conduction হেডফোন সবচেয়ে কার্যকর। ট্র্যাডিশনাল হেডফোন থেকে এসব ডিভাইস একটু আলাদা। আজকের আর্টিকেলে আপনার জন্য সেরা ৫টি Bone Conduction হেডফোনের বিবরণ তুলে ধরা হবে।
Tayogo S2 Bone Conduction
আপনি ট্রাভেল করার সময় মিউজিক শোনা বা মুভি দেখা বা কথা বলার জন্য এই ব্র্যান্ডের Bone Conduction হেডফোন বেশ কার্যকর। এ হেডফোনে এডভান্সড লেভেলের open-ear টেকনোলোজি ব্যবহার করা হয়েছে। অফিসের মধ্যে কাজের ক্ষেত্রে বা ব্যায়ামের জন্য দৌঁড়ানোর সময় এ হেডফোন বেশ কাজে দিবে। সাতারের সময় এটি ব্যবহার করা যাবে। দ্রুত কানেক্ট করা যায়। আপনার আশেপাশের পরিবেশের সাউন্ড থেকে আপনি বঞ্চিত হবেন না। এ ডিভাইসের দাম ১৫ হাজার টাকা।
Shokz Open Run Pro
এ হেডফোনের সাউন্ড কোয়ালিটি বেশ উন্নত মানের। নবম জেনারেশনের bone conduction technology এ ডিভাইসে ব্যবহার করা হয়েছে। এক বার ব্যটারি চার্জ দিলে ১০ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পেয়ে যাবেন। ডুয়েল নয়েস ক্যান্সেলেশনের ফিচার দেওয়া হয়েছে এ ডিভাইসে। পানি ও ধুলা প্রতিরোধের সক্ষমতস যোগ করা হয়েছে। আপনার কানের সাথে সুন্দরভাবে এটি ফিট হয়ে যাবে এবং আপনি কমফোরটেবল ফিল করবেন। এ ডিভাইসের দাম ২৬ হাজার টাকা।
Zygo Solo
স্মার্টফোন এপ্লিকেশনের মাধ্যমে এটি কন্ট্রোল করতে পারবেন। গ্রেট সাউন্ড কোয়ালিটি পাবনে ও পানিতে ডিভাইসের কোন ক্ষতি হয় না। যারা নিয়মিত সাতারে সময় দেন তাদের জন্য এটি সবথেকে উপযুক্ত। পানির নিচে থাকার সময় আপনি মিউজিক শোনা, পডকাস্ট শোনার কাজ করতে পারবেন। তবে এপ্লিকেশনের প্রোগ্রাম নিয়মিত ব্যবহার করতে হলে মাসিক অর্থ খরচ করতে হবে। এ ডিভাইসের দাম ৩০ হাজার টাকা।
Philips GO A7607
এ হেডফোনে টেকসই ব্যাটারি লাইফের ফিচার দেওয়া হয়েছে। এপ্লিকেশ্নের কোয়ালিটি বেশ ভালো। প্রিমিয়াম লেভেলের মাইক্রোফোন যোগ করা হয়েছে। যারা প্রকৃতির মধ্যে সময় কাটাতে ভালোবাসেন ও একই সাথে মিউজিক শুনতে চান তাদের জন্য এটি সবচেয়ে উপযুক্ত। এটির টেকসই ডিজাইন আপনাকে মুগ্ধ করবে। এ ডিভাইসের দাম ২০ হাজার টাকা।
Pyle PSWBT550
কানের সাথে এটি বেশ ভালোভাবে ফিট হয়। সাউন্ড কোয়ালিটি উন্নত মানের। এ ডিভাইসের দুটি নেতিবাচক দিক হচ্ছে ব্যাটারি টেকসই নয় ও ধীরগতির চার্জিং ব্যবস্থা। তবে অন্যান্য হেডফোনের তুলনায় এটি বেশ কম দামে বাজারে পাওয়া সম্ভব। এ ডিভাইসের দাম ১০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।