বর্তমানে মার্কেটে নানা ব্র্যান্ড এবং মডেলের ফুল ফ্রেম ক্যামেরা রয়েছে। তবে ২০২৩ সালের সেরা ৫ টি ফুল ফ্রেম ক্যামেরা এর বিবরণ আজকের আর্টিকেলে তুলে ধরা হবে।
Sony a7C
আপনি স্মার্টফোন থেকে আপগ্রেড করতে চাইলে Sony a7C ক্যামেরাটি উপযুক্ত হবে। এটি ফুল ফ্রেম সেন্সর বিশিষ্ট ক্যামেরা। ক্যামেরাটির রেজুলেশন হচ্ছে 24 মেগাপিক্সেল। ডিভাইসটির ওজন হচ্ছে ০.৯৩ পাউন্ড। সিম্পল কন্ট্রোল, কম্প্যাক্ট বডি, দুর্দান্ত ইমেজ কোয়ালিটি; এসব ফিচারসমূহ এ ক্যামেরায় পেয়ে যাবেন। তবে বিল্ট-ইন ভিউ ফাইন্ডার না থাকায় অনেকেই চয়েসের তালিকা থেকে ডিভাইসটি বাদ দিয়ে দিতে পারেন।
Canon EOS R6
Canon EOS R6 ক্যামেরাটি অধিকাংশ ব্যবহারকারীদের জন্য উপযুক্ত হবে। ফুল ফ্রেম সেন্সর বিশিষ্ট ক্যামেরা এটি। ডিভাইসটির রেজুলেশন হচ্ছে ২০ মেগাপিক্সেল। ডিভাইসটির ওজন হচ্ছে ১.৫ পাউন্ড। অ্যাডভান্স লেভেলের ভিডিও ফিচার এ ক্যামেরাতে দেওয়া হয়েছে। সোনির ডিভাইটির ইমেজ কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে। এদের বিল্ড কোয়ালিটি বেশ টেকসই।
Nikon D850
বেস্ট ফুল ফ্রেম ডিএসএলআর ক্যামেরা হচ্ছে সম্ভবত Nikon D850। এটি হচ্ছে ফুল ফ্রেম সেন্সর বিশিষ্ট ক্যামেরা। ডিভাইসটির রেজুলেশন হচ্ছে ৪৫.৭ মেগাপিক্সেল। ক্যামেরাটির ওজন হচ্ছে ২.০২ পাউন্ড। হাই-এন্ড রেজুলেশন থাকায় দুর্দান্ত ছবি তুলতে সক্ষম হবেন। ল্যাগ ফ্রি অপটিক্যালব ভিউ ফাইন্ডার এখানে পেয়ে যাবেন।
Nikon Z5
যারা সর্বপ্রথম একটি ফুল ফ্রেম ক্যামেরা নিতে চাচ্ছেন তাদের জন্য উপযু্ক্ত হবে Nikon Z5। এটি ফুল ফ্রেম সেন্সর বিশিষ্ট ক্যামেরা। ডিভাইসটির রেজুলেশন হচ্ছে 24 মেগাপিক্সেল । এদের ওজন হচ্ছে ১.৩০ পাউন্ড। তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় বলে যাদের মাঝারি বাজেট আছে তাদের জন্য এটি উপযুক্ত হবে। এটি একটি কম্প্যাক্ট ডিভাইস। এ ক্যামেরার জন্য অনেক দুর্দান্ত লেন্স মার্কেটে আসতে যাচ্ছে।
Sony a7S III
ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য সম্ভবত সেরা ক্যামেরা হবে Sony a7S III। এটি একটি ফুল ফ্রেম সেন্সর বিশিষ্ট ক্যামেরা। ডিভাইসের রেজুলেশন হচ্ছে ১২.১ মেগাপিক্সেল। এটির ওজন হচ্ছে ১.৩৫ পাউন্ড। ক্যামেরাটির পিক্সেল সাইজ বেশ বড়। হাই রেজুলেশন বজায় রেখে ভিডিওগ্রাফি করতে পারবেন। এটির লো-লাইট পারফরম্যান্স মুগ্ধ হওয়ার মত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।