২০২৩ সালে অনলাইনে অর্থ উপার্জনের ১০ গোপন ওয়েবসাইট

অনলাইনে অর্থ উপার্জন

সাম্প্রতিক সময়ে অনলাইনে অর্থ উপার্জনের বিষয়টি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইনে অর্থ উপার্জন করার কয়েকটি গোপন ওয়েবসাইট রয়েছে যার সম্পর্কে খুব কম মানুষই অবগত রয়েছে। এসব সাইটের মাধ্যমে ফ্রিল্যান্সিং এবং এফিলিয়েটিং মার্কেটিং অনুশীলন করা সম্ভব।

অনলাইনে অর্থ উপার্জন

আজকের আর্টিকেলে এসব অনলাইন সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

Speechify.com

যারা কনটেন্ট তৈরির কাজ করেন তাদের জন্য এই ওয়েবসাইটটি বেশ কার্যকরী। টেক্সটকে অডিওতে রুপান্তর করার জন্য এ সাইটটি আপনি ব্যবহার করতে পারেন। তারপর ওই অডিও ফাইলটি আপনি ইউটিউব চ্যানেল অথবা পডকাস্ট তৈরীর কাজে ব্যবহার করতে পারবেন।

Teachable.com

অনলাইন কোর্স তৈরী এবং তা বিক্রি করার কাজে এ সাইটটি বেশ কার্যকরী। আপনি যে বিষয়ে পারদর্শী তা নিয়ে একটি অনলাইন কোর্স তৈরি করে এখানে বিক্রি করতে পারবেন। কত দামে বিক্রি করবে সেই বিষয়টি আপনি নির্ধারণ করে দিতে পারবেন।

UserTesting.com

আপনার ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন থাকলে তা টেস্ট করার জন্য এই সাইটটি ব্যবহার করতে পারবেন। আপনি এখানে সাইন আপ করার পর ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন টেস্ট করে দেখার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। সহজ উপায়ে অর্থ উপার্জন করতে চাইলে এ সাইটটি বেশ কার্যকরী।

Task Rabbit

এ প্লাটফর্মে আপনি নির্দিষ্ট কিছু টাস্ক কমপ্লিট করে দেয়ার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। আপনি কী পরিমান অর্থ চাচ্ছেন সেটা নিজেই নির্ধারণ করে দিতে পারবেন। কী ধরনের টাস্ক সম্পূর্ণ করতে চান সেটাও আপনার এখতিয়ারে থাকবে।

Medium.com

এ ওয়েবসাইট এর মাধ্যমে আপনি বিভিন্ন স্টোরি লিখতে পারবেন এবং তা পাবলিশ করতে পারবেন। রিডিং অথবা রেফারেন্সের কাজে সহযোগিতা করে আপনি প্রত্যেক মাসে অর্থ উপার্জন করতে পারবেন।

Veed.io

এই ওয়েবসাইটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি চমৎকার ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমবারের মতো ভিডিও তৈরি করার সময় কোন অর্থ খরচ করতে হবে না। এই সাইটের একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে আপনি ব্রিটিশ, আমেরিকান অথবা অন্য স্টাইলের একসেন্ট ব্যবহার করতে পারবেন।

Homestyler.com

বিভিন্ন পণ্যের থ্রিডি ডিজাইন তৈরি করার জন্য এ ওয়েবসাইটটি ব্যবহার করা হয়। তার জন্য আপনাকে কোন পয়সা খরচ করতে হবে না। এখানে থ্রিডি ডিজাইন তৈরি করে তা ফাইবারের মতো প্লাটফর্মে বিক্রি করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।

Gigwalk

আপনার লোকাল এরিয়ার মধ্যে ছোট ছোট টাস্ক কমপ্লিট করে তার মাধ্যমে অর্থ পর্যন্ত করতে পারবেন। এ ধরনের সুবিধা এ ওয়েবসাইটের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। ছবি তুলে দেওয়া, ঠিকানা ভেরিফাই করা এবং অ্যাপ্লিকেশন টেস্ট করে দেয়ার মত টাস্ক আপনি করতে পারবেন।

Sweatcoin

আপনি নিয়মিত এক্সারসাইজ করলে এ সাইটটি আপনাকে তার জন্য অর্থ দিবে। একই সাথে আপনি সবসময় একটিভ থাকতে পারবেন এবং কিছু অর্থ উপার্জন করতে পারবেন।

Mobrog

এটি একটি অনলাইন সার্ভে ওয়েবসাইট। সার্ভে কমপ্লিট করার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। প্রত্যেক সার্ভে থেকে আপনি সর্বোচ্চ তিন ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।