২০২৩ সালে রূপালি পর্দা কাঁপানো হলিউডের সেরা ৫ অভিনেত্রী

Zendaya

সিনেমা জগতে হলিউডে দুর্দান্ত অভিনয় করছে কয়েকজন দারুণ অভিনেত্রী। চলচ্চিত্র জগতে নিজেদের পুরোপুরি মেলে ধরেছেন তারা। একের পর এক দারুণ সিনেমা উপহার দিয়ে চলেছেন দর্শকদের। আজ চেনা যাবে তেমনই ৫ জনকে।

Zendaya

১. ফ্লোরেন্স পুঘ: “ডুন” ছবিতে সেই সাহসী যোদ্ধার কথা মনে আছে? ওটাই ফ্লোরেন্স! দারুণ অভিনয়, একটুও ভয় নেই তার। সব ধরনের সিনেমায়, অ্যাকশন থেকে ড্রামা, সবকিছুতেই ঝাঁপিয়ে পড়েছেন তিনি।

২. ব্রি লারসন: ক্যাপ্টেন মার্ভেল তো আছেনই, কিন্তু ব্রি যেনো আরও অনেক কিছু! মিস মার্ভেলস সিনেমায় ভালো অভিনয় করেছেন। বিভিন্ন চরিত্রে অসাধারণ অভিনয়, “লেসন্স ইন কেমিস্ট্রি” থেকে “জাস্ট মার্সি” পর্যন্ত সব জায়গায় চমক দেখিয়েছেন তিনি।

৩. জেন্দায়া: ডিজনি ডার্লিং বলা হয় তাকে। সেখান থেকে গ্লোবাল সুপারস্টার। ২০২৩ সালে জেন্দায়া সবার মন জয় করেছে। “স্পাইডার-ম্যান” থেকে “ইউফোরিয়া” পর্যন্ত সব রকমের সিনেমায় ঝড় তুলেছেন তিনি। এখনো অনেক কিছু করে দেখানোর বাকি।

৪. এমা ওয়াটসন: হারমাইনি গ্রেঞ্জারের কথা মনে আছে? অভিনয়ের পাশাপাশি সমাজ সেবায় ভালো কাজও করেন এমা। “লিটল উইমেন”, “বিউটি অ্যান্ড দ্য বিস্ট” এ দারুণ অভিনয় করেছিলেন তিনি।

৫. স্কারলেট জোহানসন: ব্ল্যাক উইডো ছেড়ে এসেছেন অনেক দিন হলো। কিন্তু স্কারলেট আছেন তার নিজ মহিমায়। দারুণ অভিনয়, বুদ্ধি, সব মিলেই একটা পাওয়ারহাউস তিনি। “লুসি” থেকে “দ্য অ্যাভেঞ্জারস” পর্যন্ত, সব জায়গায়ই ঝলমলে ছিলেন এ তারকা।

এই ৫ জন মাত্র কয়েকজন উদাহরণ! হলিউডে আরও অনেক দারুণ অভিনেত্রী রয়েছেন যারা দর্শকদের মুগ্ধ করে রাখছেন। চলচ্চিত্র জগতকে উজ্জ্বল করছেন তারা, একের পর এক নতুন গল্প এনে দিয়েছেন। তাই নজর রাখুন এই চমকানো তারকাদের উপর, কারণ নতুন বছরে তারা আরও অনেক কিছু উপহার দেবে আমাদের।