২০২৩ সালে সিনেবাজারে শাহরুখের ২৫০০ কোটি

বিনোদন ডেস্ক : ‘পাঠান’, ‘জওয়ান’- এর মতো বক্স অফিসে ‘ডাঙ্কি’ বিজয়রথ ছোটাতে না পারলেও বড়দিনের সপ্তাহান্তে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান।তবুও সাত দিনে ৩০০ কোটির ক্লাবে ঢুকতে পারলেন না বাদশার। বক্স অফিস রিপোর্ট বলছে, ছয় দিনে গোটা বিশ্বে সবমিলিয়ে টেনেহিঁচড়ে ২৮৩ কোটি টাকা এসেছে ‘ডাঙ্কি’র ক্যাশবাক্সে। আশা করা হচ্ছে, সপ্তম কিংবা অষ্টম দিনে ৩০০ কোটির গণ্ডি পেরোতে পারবে এই ছবি।

তবে ‘ডাঙ্কি’র ব্যবসায় ভাটা পড়লেও ২০২৩ সালের সিনেবাজারে শাহরুখ কিন্তু সুপারহিট।

চলতি বছর বাদশার দাপুটে প্রত্যাবর্তনে বলিউডের বক্সঅফিসে যে কাঁপন ধরেছে, তা কী আর আলাদা করে বলার প্রয়োজন আছে। শুরুটা হয়েছে জানুয়ারি মাসে ‘পাঠান’ রিলিজ দিয়ে। হাজার কোটির বেশি ব্যবসা করা ছবির সুবাদে শাহরুখ বুঝিয়ে দিয়েছিলেন- ‘পিকচার অভি বাকি হ্যায়…।’ তারপর ‘জওয়ান’ এলো, ১১০০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়ল।

মহামারী-পরবর্তী ডুবন্ত বলিউডের রাশ একা হাতে টেনেছেন শাহরুখ খান। হিন্দি সিনে ইন্ডাস্ট্রি যখন দক্ষিণাত্যের বিনোদণভুবনের কাছে পর পর ধাক্কা খাচ্ছে, তখন ‘পাঠান’, ‘জওয়ান’ দিয়ে বলিউডের সুসময় ফিরিয়েছেন তিনি। কিন্তু বছরশেষের বক্সঅফিসে সেই একচেটিয়া দাপট আর রইল না তার! লাইনে ঢুকে পড়ল রণবীর কাপুরের ‘অ্যানিমেল’, প্রভাসের ‘সালার’। তবে সবমিলীয়ে ২০২৩-এর সিনেবাজারে শাহরুখের ব্যবসা মার খায়নি! ‘ডাঙ্কি’ ষোলোকলা পূর্ণ করতে না পারলেও এবছর ২৫০০ কোটি টাকা আয় করে ফেলেছেন কিং খান।