২০২৩ সাল নিয়ে বাবা ভাঙ্গার বিপজ্জনক ভবিষ্যদ্বাণী
জুমবাংলা ডেস্ক : বুলগেরিয়ায় জন্ম হয় বাবা ভাঙ্গার। তিনি জন্ম থেকে দৃষ্টিহীন ছিলেন না। একবার বজ্রপাতের কারণে তার চোখের দৃষ্টি চলে যায়, আর সেই দুর্ঘটনাই তাকে ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতা দান করে বলে দাবি বাবা ভাঙ্গার ভক্তদের। তার করা অনেক ভবিষ্যদ্বাণীই এখন পর্যন্ত সত্যি হয়েছে।
রহস্যজনকভাবে তার অনেক কথাই মিলে গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়। আমেরিকায় ৯/১১-র হামলা, ব্রেক্সিট, চিরনোবিলের বিপর্যয়, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, সোভিয়েত ইউনিয়নের পতন, ২০০৪-এ থাইল্যান্ডের সুনামি, বারাক ওবামার মার্কিন প্রেসিডেন্ট পদে অভিষেকের মতো সারা বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার কথা আগেভাগেই বলেছিলেন বাবা ভাঙ্গা।
২০২৩ নিয়েও বেশ কিছু কথা বলে গেছেন তিনি। যদিও তা যে সুখবর বয়ে আনছে, এমনটা বলা যায় না। ক রো না বিপর্যয় কাটিয়ে ২০২২ সাল খানিকটা স্বস্তি বয়ে নিয়ে আসে। যদিও বছরের শেষভাগে এসে ফের করোনা সংক্রমণের আশঙ্কা গ্রাস করছে মানুষকে।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, বাবা ভাঙ্গার কথাতেও লুকিয়ে আছে বিপর্যয়েরই ইশারা। তার মতে, প্রাকৃতিকভাবে ২০২৩-এ বহু আশ্চর্য ঘটনা ঘটবে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, পৃথিবীর কক্ষপথে পরিবর্তন। আপাতভাবে এ কথার গুরুত্ব হয়তো আমরা সেভাবে বুঝতে পারি না। তবে যদি তা হয়, তাহলে কিন্তু এর ফলে পৃথিবী বদলে যাবে অনেকটাই।
যে উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এখনই সারা পৃথিবী ত্রস্ত, তা কয়েক গুণ বেড়ে যাবে এর দরুন। তাতে পরিবর্তন আসবে জলস্তরেও, একইভাবে জনজীবনও মারাত্মকভাবে প্রভাবিত হবে।
পৃথিবীর কক্ষপথের এই পরিবর্তনের কথাই বলে গেয়েছেন ভাঙ্গা বাবা। পাশাপাশি, তার অনুমান ২০২৩ সালে ‘সোলার সুনামি’ হতে পারে। প্রায় বিরল এ ঘটনা, প্রযুক্তির ওপর বড় প্রভাব ফেলতে পারে।
শুধু তাই নয়, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্যি হলে আগামী বছরেই মানুষ শুক্রগ্রহ পাড়ি দেওয়ার বিষয়ে অনেকটা এগিয়ে যাবে। আর ২০২৮-এর মধ্যে শুক্রগ্রহে মানুষ পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়া জৈব অস্ত্রের ব্যবহারের ফলে পৃথিবী যে বিপদের মধ্যে পড়তে পারে এমনটাও ছিল তার অনুমান। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের গতিপ্রকৃতির দিকে চোখ রাখলে এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলেই মতো অনেকের।
প্রেমিকার সঙ্গে বিশ্বকাপজয়ী আলভারেজের ব্রেকআপ চেয়ে ভক্তদের পিটিশন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




