অবশেষে প্রকাশ্যে এলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। শনিবার (৬ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বৈশ্বিক আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এসময় তার পাশে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও।

আগামী বছর ১১ জুন থেকে শুরু হবে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে ফুটবলের মেগা ইভেন্ট। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে ঐহিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। পরদিন ১২ জুন কানাডার টরন্টো ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সোফি স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ উন্মাদনা।
রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে ২৭ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল নিয়ে ২৮ জুন শুরু হবে রাউন্ড অফ ৩২। রাউন্ড অফ ১৬ শুরু হবে ৪ জুলাই, কোয়ার্টার ফাইনাল ৯ জুলাই এবং সেমিফাইনাল ১৪-১৫ জুলাই। আর ১৯ জুলাই হবে মেগা ফাইনাল।
এক নজরে দেখে নিন ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি-
আর্জেন্টিনার সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৬ জুন রাত ৯টা: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
২২ জুন দুপুর ১টা: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
২৭ জুন রাত ১০টা: আর্জেন্টিনা বনাম জর্ডন
ব্রাজিলের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৩ জুন সন্ধে ৬টা: ব্রাজিল বনাম মরক্কো
১৯ জুন রাত ৯টা: ব্রাজিল বনাম হাইতি
২৪ জুন সন্ধে ৬টা: ব্রাজিল স্কটল্যান্ড
স্পেনের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৫ জুন দুপুর ১২টা: স্পেন বনাম কেপ ভার্দে
২১ জুন দুপুর ১২টা: স্পেন বনাম সৌদি আরব
২৬ জুন রাত ৮টা: স্পেন বনাম উরুগুয়ে
ফ্রান্সের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৬ জুন বিকাল ৩টে: ফ্রান্স বনাম সেনেগাল
২২ জুন বিকাল ৫টা: ফ্রান্স বনাম ফিফা কোয়ালিফায়ার
২৬ জুন বিকাল ৩টে: ফ্রান্স বনাম নরওয়ে
পর্তুগালের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৭ জুন দুপুর ১টা: পর্তুগাল বনাম ফিফা কোয়ালিফায়ার
২৩ জুন দুপুর ১টা: পর্তুগাল বনাম উজবেকিস্তান
২৭ জুন সন্ধে সাড়ে ৭টা: পর্তুগাল বনাম কলম্বিয়া
ইংল্যান্ডের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৭ জুন বিকাল ৪টে: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া
২৩ জুন বিকাল ৪টে: ইংল্যান্ড বনাম ঘানা
২৭ জুন বিকাল ৫টা: ইংল্যান্ড বনাম পানামা
news24bd.tv/me
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



