জুমবাংলা ডেস্ক : ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এনসিটিবির ওয়েবসাইটে এই সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হয়।
একইসঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে এ শিক্ষাক্রম কার্যকর হয়েছে। এরই আলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির বিষয় কাঠামো, নম্বর, সময়বণ্টন ও মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে।
বিমানের মধ্যে হার্ট অ্যাটাক, ঢাকার বদলে চট্টগ্রামে জরুরি অবতরণ
একইসঙ্গে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজনও প্রকাশ করেছে এনসিটিবি।
সিলেবাস ও মানবণ্টন দেখতে এখানে ক্লিক করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।