বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফোনটি ফুল চার্জ হতে সসয় লাগবে মাত্র ২০ মিনিট। চলতি বছর চীনে ও আগামী বছরের শুরুতে বিশ্ববাজারে উন্মোচিত হবে ফোনটি।
এক রিপোর্টে মাইড্রাইভার্স দাবি করেছে, রেডমি নোট ১২ ফোনটি দেখতে অনেকটাই রেডমি নোট ১১ সিরিজের মতো হবে। এই ফোনে ‘সার্প এজ’ সহ পাঞ্চ হোল কাট আউট থাকবে।
৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে রেডমির এই ফোনে। ফোনটির পেছনে মোট তিনটি ক্যামেরা সেন্সরে মধ্যে অন্য দুটি হতে পারে ২ মেগাপিক্সেল ডেপথ ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ক্যামেরা কেমন হবে তা জানা যায়নি।
রেডমি নোট ১২ সিরিজের অধীনে তিনটি ফোন আসতে পারে- রেডমি নোট ১২, নোট ১২ প্রো এবং নোট ১২ প্রো প্লাস। ফোনটির বক্সে থাকবে ইউএসবি টাইপ সি কেবল।
অন্য এক রিপোর্টে বলা হয়েছে, রেডমি নোট ১২ মডেলে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ থাকবে। ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির এ ফোনে থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। পাশাপাশি কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর থাকবে ফোনটিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।