আমাদের দেশে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীরা সাধারণত ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে ভালো মানের মোবাইল খুঁজে। শাওমি ও রিয়েলমির মত চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলো দেশের বাজারে স্মার্টফোনের এই বিপুল চাহিদার কথা চিনতা করে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন অফার করছে।
দেখে নেয়া যাক, ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোন সম্পর্কে যেগুলো বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে।
২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন যেগুলো ২০২১ সালে পাওয়া যাচ্ছে, সেগুলো হলোঃ
রিয়েলমি সি৩
দামঃ ১০,৯৯০ টাকা
ওয়ালটন আরএক্স৮ মিনি
দামঃ ১১,৯৯৯ টাকা
রিয়েলমি ৫আই
দামঃ ১২,৯৯০ টাকা
ইনফিনিক্স হট ১০
দামঃ ১২,৯৯০ টাকা
রিয়েলমি নারজো ২০
দামঃ ১৩,৯৯০ টাকা
টেকনো স্পার্ক ৬
দামঃ ১১,৯৯০ টাকা
টেকনো স্পার্ক ৭ প্রো
দামঃ ১৩,৪৯০ টাকা
শাওমি রেডমি ৯
দামঃ ১৪,৯৯৯ টাকা
পোকো এম২
দামঃ ১৫,৯৯৯ টাকা
রিয়েলমি ৬আই
দামঃ ১৬,৯৯০ টাকা
স্যামসাং গ্যালাক্সি এম১২
দামঃ ১৮,৪৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এম২১
দামঃ ১৮,৯৯৯ টাকা
রিয়েলমি ৭আই
দামঃ ১৮,৯৯০ টাকা
শাওমি রেডমি নোট ৯
দামঃ ১৮,৯৯৯ টাকা
রিয়েলমি নারজো ৩০
দামঃ ১৯,৯৯০টাকা
রেডমি নোট নোট ১০
দামঃ ১৯,৯৯৯ টাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।