Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহ ধরে স্থানীয়ভাবে করোনার নতুন সংক্রমণ না থাকায় মঙ্গলবার থেকে চীনা শিক্ষার্থীরা পুরোপুরি ক্লাসে ফিরতে শুরু করেছে। খবর এপি’র।
ইতোমধ্যে প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী স্কুলে ফিরেছিল এবং বাকিরা মঙ্গলবার ফিরেছে।
প্রতিবেদনে বলা হয়, স্কুলে শিক্ষার্থীদের আগমনকালে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। তবে সামাজিক দূরত্ব মানা এবং মাস্ক পরার নিয়মগুলো এলাকার ওপর নির্ভর করছে।
মঙ্গলবার চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন নতুন ১০ জনের করোনভাইরাস শনাক্ত হওয়ার কথা জানিয়েছে, এরা সবাই দেশে বাইরে থেকে এসেছেন।
গত বছরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথমবার ভাইরাসটি ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত ৮৫ হাজার ৫৮ জন করোনা আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৬৩৪ জন মারা যাওয়ার খবর দিয়েছে দেশটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।