
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমিরি জিলেনস্কি। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও দোনবাস সংকট নিরসন বিষয়ক ত্রিপক্ষীয় গ্রুপের অন্যতম আলোচক আলেক্সি রাজনিকভ বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রু দেশ রাশিয়া সফরে যেতে পারেন না এবং এমন কোনো ব্যক্তির সঙ্গে বৈঠক করতে পারেন না যিনি শত্রু পক্ষের নেতৃত্বে রয়েছেন।” খবর পার্সটুডে’র।
শুক্রবার ক্রেমলিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, “যদি ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেনস্কি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান তবে তার সঙ্গে আমি যেকোনো সময় মস্কোয় সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছি।” এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানান।
রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেন সরকার বিগত বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ‘ধ্বংস’ করতে বহু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ইউক্রেনের কর্মকর্তারা যদি দোনবাস অঞ্চলের উত্তেজনা নিয়ে কথা বলতে চান তাহলে তাদেরকে আগে (স্বঘোষিত) দোনেস্ক ও লুহানেস্ক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে।
ইউক্রেনে পাশ্চাত্যপন্থি সরকার ক্ষমতায় আসার পর দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে উত্তেজনা শুরু হয়। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই অঞ্চলের সহিংসতায় প্রায় ১৪ হাজার মানুষ নিহত হয়েছে।
দোনবাসের সীমান্তবর্তী ক্রিমিয়া উপত্যকায় রাশিয়া সাম্প্রতিক সময়ে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে এবং সামরিক মহড়া চালিয়েছে। এ ব্যাপারে মস্কোকে সতর্ক করে দিয়েছে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।