Advertisement
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে যে ২১ মে এসএসসির ফল প্রকাশ হচ্ছে। কিন্তু ভাইরাল হওয়া এ সংবাদের কোন সত্যতা নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর।
অধিদফতর সূত্রে জানা গেছে, ২১ মে এসএসসির ফলাফল প্রকাশ করার খবরটি ভিত্তিহীন। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীদের ওএমআর শিট বোর্ডগুলোতে পৌঁছেছে। সেগুলো দেখা হচ্ছে। সবকিছু ঠিক চলতি মাসেই ফল ঘোষণা করা হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, বোর্ডগুলোতে ওএমআর শিট মূল্যায়নের কাজ চলছে। কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করা হবে। তবে আগামী ২১ মে ফলাফল প্রকাশের যে খবরটি বেরিয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



