Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ২২০ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
    জাতীয়

    ২২০ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

    Soumo SakibMay 19, 20255 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে গত সাত মাসে অন্তত ২২০ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ধরে নিয়ে যায় ১৫১ জনকে। এর মধ্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় কয়েক দফায় তাদের ফেরত আনা সম্ভব হয়েছে। সমকালের প্রতিবেদন থেকে বিস্তারিত-

    ২২০ বাংলাদেশি জেলেকে স্থানীয় সূত্রগুলো জানায়, অপহৃত কয়েক জেলের খোঁজ এখনও পাচ্ছে না পরিবার। সর্বশেষ ১২ মে নাফ নদে আরাকান আর্মির হামলায় দুই জেলে গুলিবিদ্ধ হন। এ সময় তিন জেলে অপহরণের শিকার হন। ৮ এপ্রিল চারটি ট্রলারসহ ২৩ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

    আরাকান আর্মির জিম্মিদশা থেকে ফেরত এসেছেন এমন চারজনের সঙ্গে কথা বলেছে সমকাল। তাদের মধ্যে টেকনাফের শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা মো. আইয়ুব জানান, ৬ এপ্রিল সকাল ৯টার দিকে সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা হয়ে টেকনাফের জেটিঘাটে ফিরছিল তাদের ইঞ্জিনচালিত ট্রলার। দুই থেকে আড়াই লাখ টাকার মাছ ছিল ট্রলারে। হঠাৎ সাত ব্যক্তি এসে অস্ত্রের মুখে ট্রলার আটকায়। আইয়ুব যে ট্রলার ছিলেন, সেখানে মাঝিসহ ৯ বাংলাদেশি জেলে ছিলেন। ট্রলারে উঠে অস্ত্রধারীরা সবার হাত ও চোখ বেঁধে ফেলে। রাত ৮টার দিকে মিয়ানমারের মংডুতে নিয়ে হাত ও চোখ খুলে দেয়। পরে তাদের আরেকটি দলের কাছে হস্তান্তর করা হয় এবং হাজতখানার মতো জায়গায় রাখা হয়।

    আইয়ুব আরও জানান, সেখানে একটি রুমে ৩১ বাংলাদেশি ছিলেন। সব মিলিয়ে ২০০ থেকে আড়াইশ বন্দি। দুই বেলা ভাত দেওয়া হতো। ভাতের সঙ্গে কলাপাতায় কাঁঠালের এঁচোড় সরবরাহ করত। কোনো হলুদ, মরিচ বা লবণ ছিল না। লবণ চাইলে মারধর করা হতো।

       

    আইয়ুবের দাবি, আরাকান আর্মির সদস্যরা বলত, বাংলাদেশ থেকে চাল, ডাল, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজসহ খাবার পাঠালে বাংলাদেশিদের ছেড়ে দেওয়া হবে। রাতে তাদের কক্ষে কোনো আলো থাকত না বলে জানান তিনি। ঘুটঘুটে অন্ধকারে ৪১ দিন কাটিয়েছেন তারা। ট্রলার মালিক ফয়সালের যে ট্রলার আরাকান আর্মি নিয়ে গিয়েছিল, সেটি তারা নিয়ে আসেন বলেও জানান।

    আরাকান আর্মি আটক করেছে এটা পরিবার কীভাবে জানতে পেরেছে– এমন প্রশ্নে আইয়ুব বলেন, ধরার পরপরই সবার নাম-ঠিকানা লিখে নেয় আরাকান আর্মি। শুনেছি এর পর ওই খবর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেয় তারা। আর আমাদের পরিবারের লোকজন পুলিশ, বিজিবিসহ সবার কাছ গিয়ে ছাড়িয়ে আনার অনুরোধ করেছে।

    আইয়ুব আরও জানান, গেল রমজানে নাফ নদে একসঙ্গে চারটি বাংলাদেশি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর পর ট্রলারপ্রতি ২ লাখ টাকা দিয়ে তাদের ছাড়িয়ে আনে মালিকপক্ষ।

    ১২ মে টেকনাফের আরাকান আর্মির গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ এবং তিন জেলে অপহরণের শিকার হন। গুলিবিদ্ধ জেলেরা হলেন– টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার হেদায়েত উল্লাহ (১৮) ও মো. হোসেন (১৬)।

    হেদায়েত উল্লাহ বলেন, ‘আমরা পাঁচজন নাফ নদে বড়শি নিয়ে মাছ ধরতে যাই। হঠাৎ মিয়ানমার দিক থেকে আমাদের শরীরে গুলি লাগে। এ সময় আমরা চিৎকার দিলে বাকিরা পালিয়ে যায়। আমাদের দু’জনের পা-হাতে গুলি লাগে। আমরা বাংলাদেশে জলসীমানায় ছিলাম। আরাকান আর্মি সীমান্ত চৌকি থেকে আমাদের গুলি করে। কোনো কারণ ছাড়া তারা গুলি করেছে। এখন ভয়ে নাফ নদে মাছ শিকারে যাচ্ছি না।’

    ১৬ এপ্রিল কক্সবাজারের টেকনাফের নাফ নদ ও বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আরাকান আর্মির হাতে অপহৃত ৫৫ জেলেকে ফেরত এনেছে বিজিবি। তাদের মধ্যে ১৩ বাংলাদেশি ও ৪২ জন রোহিঙ্গা। রোহিঙ্গারা টেকনাফের বিভিন্ন ট্রলারে জেলে হিসেবে কাজ করছিলেন।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদকের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে নাফ নদের বাংলাদেশ অংশে মাছ ধরা বন্ধ ছিল প্রায় আট বছর। ২০১৭ সালের আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। উচ্চ আদালতের নির্দেশনায় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি নাফ নদে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে ২১ জন, নভেম্বর ২০, ডিসেম্বরে চার, ফেব্রুয়ারিতে ২৯, মার্চে ৮৮, এপ্রিলে ৫৫ ও মার্চে তিনজনকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত আনা হয়েছে।

    জানুয়ারিতে টেকনাফের হ্নীলা মৌলভীপাড়ার বাসিন্দা আব্দুর শুক্কুরসহ তিন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের এখনও হদিস পাওয়া যায়নি। আবদুর শুক্কুরের স্ত্রী সাজেদা বেগম সমকালকে বলেন, ‘চার সন্তান নিয়ে অনিশ্চিত অবস্থার মধ্যে আছি। তিন মাস হয়ে গেলেও স্বামীর খোঁজ পাইনি। সরকারি অনেক দপ্তরে আবেদন দিয়েছি। কোনো সাড়া মেলেনি। পরিবারের একমাত্র আয়-রোজগারের লোক না থাকায় সন্তানদের নিয়ে খুব কষ্ট পাচ্ছি।’

    ফেরত আসা জেলে আমান উল্লাহ বলেন, ‘মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। মাছ ধরতে গেলে কোনো কথা ছাড়াই গুলি করে আরাকান আর্মি। এক মাস পর ফেরত এসেছি।’

    টেকনাফ শাহপরীর দ্বীপ নৌঘাটে সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, ‘আগের তুলনায় নাফ নদে মাছ শিকার করা খুব কঠিন হয়ে গেছে। এখন সাগরে মাছ শিকার বন্ধ রয়েছে। তবে পেটের তাগিদে জেলেরা নাফ নদে নামছে। আবার অনেক সময় জেলেরা জলসীমানা অতিক্রম করার কারণেও এ ধরনের ঘটনা ঘটে।’

    সম্প্রতি বন্দিদশা থেকে ফেরত এসেছেন এমন আরও দু’জন জেলে বলেন, এপার থেকে খাবার জোগানের চেষ্টার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় আরাকান আর্মি। বন্দি থাকাকালে এই ধরনের আভাস তারা দিয়েছেন।

    সীমান্ত পরিস্থিতির ওপর খোঁজ রাখছেন এমন একাধিক কর্মকর্তা জানান, প্রায় এক বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর গত বছরের ৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যের ৯০ শতাংশ এলাকা দখলে নেয় আরাকান আর্মি।

    বাংলাদেশ-মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্তের ওপারের অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা। এক পর্যায়ে নাফ নদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সশস্ত্র সংগঠনটি। আরাকানে নিয়ন্ত্রণে নেওয়ার পরও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করেনি আরাকান আর্মি। নির্যাতনের মুখে অনেক রোহিঙ্গা নানা কৌশলে বাংলাদেশে ঢুকছে। আরাকানের সামগ্রিক পরিস্থিতির প্রভাব পড়েছে টেকনাফকেন্দ্রিক স্থলবন্দরেও। এখন প্রায় কার্যকর এই বন্দর।

    এর আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ইয়াংগুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে চারটি পণ্যবাহী ট্রলার আটক করেছিল আরাকান আর্মি। সীমান্ত বাণিজ্যের কমিশন দিয়েই পণ্যবাহী জাহাজগুলো ছাড়া পায়। যদিও কমিশন দেওয়া-নেওয়ার ব্যাপারে কোনো পক্ষ প্রকাশ্যে কিছু বলেনি।

    সৌদি পৌঁছেছেন ৪৯৯০৪ হজযাত্রী, মৃত্যু ৮

    বিজিবির রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘জলসীমানা লঙ্ঘন করলে জেলেদের আটকে রাখে আরাকান আর্মি। ইনফরমাল যোগাযোগের মাধ্যমে আমরা তাদের ছাড়িয়ে আনছি। তবে এটা শুনতে পাচ্ছি, আরাকান আর্মি ওপার থেকে খাবার যাবে– এমন প্রত্যাশা করে। তাদের খাবার সরবরাহ করার কোনো সুযোগ নেই। মাদক ও রোহিঙ্গা সমস্যার কারণে নাফ নদে মাছ ধরা দীর্ঘদিন বন্ধ ছিল। এখনও অনেকে ককসিটে ভেসে ভেসে মাছ ধরে। ভুলবশত যদি নাফের মিয়ানমারের জলসীমায় চলে যায়, এর সুযোগ নেয় আরাকান আর্মি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ২২০ arakan army Border kidnapping Fishermen abduction অপহরণ, আরাকান আরাকান আর্মি আর্মি করেছে জেলে অপহরণ জেলেকে নাফ নদী বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বাংলাদেশি মিয়ানমার সংকট
    Related Posts
    নিষিদ্ধ

    মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিন মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

    October 3, 2025
    পেজ হ্যাক

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

    October 3, 2025
    পার্থ

    “ভোটের জন্য আল্লাহকে নারাজ করা যাবে না, ধর্ম পালন স্বাধীনভাবে হবে”: পার্থ

    October 3, 2025
    সর্বশেষ খবর
    Houston boiler explosion

    What Caused the Houston Holiday Inn Boiler Explosion?

    ঝড় ও ভারী বর্ষণ

    ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও ভারী বর্ষণের আভাস

    Diddy assault apology

    Diddy Apologizes for Assault on Singer Cassie in Video

    NYT Strands October 3 2025

    Struggling With Today’s NYT Strands? Hints and Answers for October 3, 2025

    Google executives extortion emails

    Google Executives Targeted in Hacker Extortion Emails Over Data

    T-Mobile satellite connectivity

    T-Mobile Expands Satellite Connectivity to Popular Apps for Emergency Use

    ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

    Google Pixel 9 camera

    Unlocking NYT Connections: Hints and Answers for October 3

    নিষিদ্ধ

    মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিন মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

    Robert Morris Trump

    The Debate Over Robert Morris’s Trump Support at Gateway Church

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.