স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার দেওয়া ২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে দলকে শক্ত ভিত দিয়েছেন জেসন রয় ও জনি বেয়ারস্টো।
ফাইনালে ওঠার লড়াইয়ে এই প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ১৬ ওভার শেষে ১১৬/০। রয় ৭৩ ও বেয়ারস্টো ৩৩ রান নিয়ে ব্যাট করছেন।
বৃহস্পতিবার এজবাস্টনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এক ওভার বাকি থাকতেই ২২৩ রানে গুটিয়ে যায় দলটি।
স্মিথের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেছেন অ্যালেক্স ক্যারি। এ ছাড়া ২৯ রান করেন মিচেল স্টার্ক।
ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নেন ক্রিস ওকস ও আদিল রশিদ। এ ছাড়া জোফরা আর্চার ২ টি ও মার্ক উড ১ উইকেট পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।