জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের কারণে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রেস সচিব জয়নাল আবেদিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল, ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের দুইদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় বিদেশি অতিথিদের সফর স্থগিতের পর বিশেষ অধিবেশনও স্থগিত করা হলো।
গত ৩ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২(১) ধারা অনুযায়ী দুইদিনের এই বিশেষ অধিবেশনের ডাক দিয়েছিলেন। দুইদিনের বিশেষ অধিবেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির ভাষণ দেওয়ার কথা ছিল।
এর আগে জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান জানিয়েছিলেন, অধিবেশনের দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সবার আগে দেশে এবং দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।